প্যারিস: কাতারে মায়াবী রাতে ফ্রান্সকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা (Argentina Football Team)। অবশেষে লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ হয়েছে। তবে স্বপ্নপূরণ সত্ত্বেও এক আক্ষেপ রয়েই গিয়েছে। ৩৬ বছর পর আর্জেন্তিনার তৃতীয় বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে পারেননি দিয়েগো মারাদনো (Diego Maradona)।
মারাদোনার অভাব
সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্তাইন অধিনায়ক বলেন, 'দিয়েগো মারাদোনা যদি নিজে আমার হাতে বিশ্বকাপটা তুলে দিতেন বা অন্তত বিশ্বকাপ জয়ের সাক্ষী থাকতে পারতেন তাহলে আমি অনেক বেশি খুশি হতাম। ওঁ আর্জেন্তিনা জাতীয় দলকে যতটা ভালবাসতেন এবং দলের বিশ্বজয় দেখার জন্য যতটা উদগ্রীব ছিলেন, সেই কারণেই এই বিশ্বজয়টা ওঁ নিজের চোখে দেখতে পারলে আরও ভাল হত। আমার মনে হয় ওঁ এবং আরও যারা আমায় ভালবাসেন তাঁরা উপর থেকে আমায় শক্তি প্রদান করেছেন।'
আচরণের জন্য দুঃখপ্রকাশ
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্তিনা এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নেদারল্যান্ডসকে পেনাল্টিতে পরাজিত করে। সেই ম্যাচেই দুই দলের একাধিক খেলোয়াড় মেজাজ হারান। মেসিও তাঁদের মধ্যে অন্যতম। গোল করে তিনি ডাচ কোচ লুই ফান হাল ও তাঁর সহকারী এডগার ডেভিডসের সামনে গিয়ে গোলের উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি ম্যাচ শেষে তাঁকে ডাচ ফরোয়ার্ডকেও কটূকথা বলতে শোনা যায়। এই গোটা ঘটনায় মেসি নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশও করেছেন। তবে পাশাপাশি তিনি জানান ডাচ কোচ আর্জেন্তিনার বিরুদ্ধে ম্যাচপূর্বে অপমানজনক কথা বলায় তিনি ওরকমভাবে গোলের উচ্ছ্বাসে মাতেন।
প্যারিস সঁ জরমঁ তারকা বলেন, 'আমি ফান হালের মন্তব্যের বিষয়ে অবগত ছিলাম। গোটা বিষয়টাই ম্যাচের গরমাগরমির মাঝে ঘটে। আমি যেটা করেছি সেটা করা উচিত ছিল না এবং তারপর যেটা হয়েছে সেটাও আমার পছন্দের নয়। ম্যাচে চাপের মুখে এমন ঘটনা অনেক সময়ই ঘটে যায়। পুরো ঘটনাটি খুবই দ্রুতই ঘটেছিল।' বিশ্বকাপ ট্রফি হাতে মেসির পোস্ট করা ছবি সোশ্যাল মিডিয়ায় লাইকের নিরিখে নতুন ইতিহাস গড়ে। তবে সেই সোশ্যাল মিডিয়াতেই নাকি বিশ্বকাপ জয়ের পর পরই ব্লক করে দেওয়া মেসির অ্যাকাউন্ট। কিন্তু কেন?
বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ করে মেসি বলেন, '১৮ ডিসেম্বর আমার গোটা জীবনটাই বদলে যায়। আমি গোটা কেরিয়ারে যে ট্রফি জেতার স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন সত্যি হয়। আমার হোয়াটসঅ্যাপ মেসেজে ভরে যায়। আমার পরিবারের লোকজনকে উত্তর দিতে দিতেই দুই দিন কেটে যায়। ইনস্টাগ্রামে এক মিলিয়ন মেসেজ আসে এবং আমায় ব্লক করে দেওয়া হয়। আমি সর্বাধিক লাইক পাওয়া ছবির লড়াইয়ে ছিলাম। তবে সকলেই আমায় ট্রফি হাতে দেখতে চেয়েছিলেন বলে মনে হয়।' অল্প সময়ের ব্যবধানে এত বেশি মেসেজ আসার ফলেই ইনস্টাগ্রামে মেসির অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায়।
আরও পড়ুন: লড়লেন একা সূরজ, আকাশ-মুকেশদের দাপটে ইডেনে ১৭৩ রানে শেষ ঝাড়খণ্ড