বুয়েনস আইরেস: লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠে ও মাঠের বাইরে কে সেরা, কার ফ্যান ফলোয়িং সবচেয়ে বেশি তা নিয়ে বারবার তর্ক-বিতর্ক দেখা দিয়েছে। মাঠের লড়াইয়ে প্রায় পরস্পরকে টেক্কা দিলেও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে মেসিকে কিছুটা হলেও সবসময়ই টেক্কা দেন রোনাল্ডো। কিন্তু এবার এখানেও সি আর সেভেনকে টপকে গেলেন মেসি। কিছুদিন আগেই কোপা আমেরিকা জিতেছে আর্জেন্তিনা। দেশের জার্সিতে প্রথমবার কোনও মেজর ট্রফি জিতেছেন আর্জেন্তাইন সুপারস্টার।


এবার সেই ট্রফি নিয়ে মেসির একটি ছবিই বিশ্বের যে কোনও ক্রীড়াবিদের ইনস্টাগ্রামে সবচেয়ে লাইক পাওয়া ছবির তকমা পেল। ২৮ বছর পর ব্রাজিলকে হারিয়ে এবারের কোপা জিতেছে আর্জেন্তিনা। দেশের জার্সিতে প্রথম এত বড় কোনও টুর্নামেন্ট জয়ের পর আনন্দে আত্মহারা মেসির বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছিল মাঠে ও মাঠের বাইরে। কোনও ছবিতে ট্রফিতে চুমু খাচ্ছেন, তো কোনও ছবিতে মাথায় ট্রফি তুলে ধরেছেন। আবার সতীর্থদের সঙ্গেও ট্রফি নিয়ে ছবি তুলেছেন। তবে এরই মাঝে একটি ছবি ছিল যেখানে ড্রেসিংরুমে খালি গায়ে ট্রফিটিকে আগলে রেখেছেন লিও। সেই ছবিটিই ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া ক্রীড়া ছবির তকমা পেয়েছে।






এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে এই ছবিটি প্রায় ২০.৮ মিলিয়ন লাইক পেয়েছে। লাইক করার তালিকায় বিশ্বব্যাপী মেসির সমর্থকরা তো আছেনই, এমনকী বিভিন্ন ক্ষেত্রের বিশ্বের নানা নামী ব্যক্তিত্বও রয়েছেন। নিজের ইনস্টাগ্রামে সেই ছবির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘দুর্দান্ত পাগল করে দেওয়া একটা মুহূর্ত। অসাধারণ। ধন্যবাদ ভগবান। আমরাই চ্যাম্পিয়ন।’


ক্লাব জার্সিতে বরাবরই সফল মেসি। গত মরসুমে বার্সার জার্সিতে ৪৭ ম্যাচে ৩৮ গোল করেছেন মেসি। ৩৪ বছরের এই বিশ্বমানের ফুটবলারের যদিও কেরিয়ারে একটাই অপূর্ণতা ছিল যে দেশের জার্সিতে কোনও টুর্নামেন্ট জেতা। কিন্তু এবার সেই লক্ষ্যও পূরণ হয়ে গেল মেসির। এবারের কোপায় ৪টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। আগামী ৫ বছরের জন্য বার্সায় ফের নতুনভাবে চুক্তিবদ্ধও হওয়ার পথে মেসি।