নয়া দিল্লি : ৫০০০ ক্লার্ক পদে নিয়োগ করছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (IBPS)। স্নাতক হলেই এই সরকারি চাকরির জন্য আবেদন করা যাবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ অগাস্ট।
সম্প্রতি এই বিশাল সংখ্যক ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে IBPS। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হলে অগাস্টেই হবে প্রাথমিক পরীক্ষা। মেন পরীক্ষা হতে পারে অক্টোবরে। কীভাবে ক্লার্ক পদে নিয়োগ হবে তার বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল।
ক্লার্ক পদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আইবিপিএস-এর ক্লার্ক পদে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১ অগাস্ট ২০২১। এই নির্দিষ্ট তারিখের মধ্যেই আবেদনের ফি জমা দিতে হবে চাকরিপ্রার্থীকে। ইতিমধ্যেই প্রিলিম পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল (IBPS)। জানানো হয়েছে, ২৮-২৯ অগাস্ট প্রাথমিক পরীক্ষা হবে এই পদে। এ ছাড়াও ৪ সেপ্টেম্বরও রাখা হয়েছে প্রাথমিক পরীক্ষার দিন। ক্লার্ক পদে মেন পরীক্ষা হতে পারে ৩১ অক্টোবর।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
আইবিপিএস ক্লার্ক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদনের যোগ্য ধরা হবে প্রার্থীকে। এই পদে আবেদনের জন্য ২০-২৮ বছরের মধ্যে বয়স হতে হবে চাকরিপ্রার্থীর। ১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীর বয়স ২৮ অতিক্রম করলে চলবে না।
আবেদনের জন্য ফি
ক্লার্ক পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লুএস চাকরিপ্রার্থীদের ৮৫০ টাকা ফি জমা দিতে হবে। এসসি, এসটি চাকরিপ্রার্থীরা ১৫০টাকা জমা দিয়েই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, ক্যাশ কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আবেদনের টাকা জমা দিতে পারবেন।
কীভাবে আবেদন করতে হবে ?
আইবিপিএস-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লার্ক পোস্টের জন্য আবেদন করত হবে। https://www.ibps.in সাইটে গেলেই ক্লার্ক নিয়োগের লিঙ্ক দেখা যাবে হোম পেজে। সেখানে ক্লিক করেই আবেদনপত্র পূরণ করতে হবে চাকরিপ্রার্থীকে। চাকরির বিষয়ে আরও বিস্তারিত জানতে এই সাইটে লগ ইন করতে হবে আবেদনকারীকে।
Education Loan Information:
Calculate Education Loan EMI