বুয়েনস আইরেস: দু মাস আগে নীল-সাদা জার্সিকে বলেছিলেন আলবিদা৷ সিদ্ধান্ত পরিবর্তন করে ফের আর্জেন্তিনার জার্সিতে শুক্রবার নামতে চলেছেন লিওনেল মেসি৷ প্রতিপক্ষে বার্সিলোনায় তাঁর সতীর্থ লুই সুয়ারেজের উরুগুয়ে৷
গত দু মাসে আর্জেন্তিনার ফুটবলে কম বদল হয়নি৷ জেরার্দো মার্টিনো পদত্যাগ করেছেন৷ নতুন কোচ এডগার্ডো বুয়াজা৷ হঠাৎ অবসর নেওয়া মেসি বদলে ফেলেছেন নিজের স্টাইল৷ তাঁর অবসরের রেশে অবসরের হিড়িক পড়ে যায় জাতীয় দলে৷ অবশেষে গত দু মাস ধরে সেই নিয়ে দীর্ঘ মেরামতির পর এখন আবার নতুন করে সেজে উঠছে অ্যালবিসেলেস্তে৷
তবে অবসর ভাঙার পর শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে কি দেখা যাবে এলএম টেনকে? ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ কারণ? আর্জেন্তাইন মহাতারকার চোট! বৃহস্পতিবার কোচ বুয়াজার অবশ্য সাফ কথা, মেসির কোনও সমস্যা নেই৷
সাংবাদিক বৈঠকে আর্জেন্তাইন কোচের এই মন্তব্যের পর সোনালি চুলের নতুন মেসিকে দেখার অপেক্ষায় ঘরের মাঠে দর্শকরা৷ বার্সিলোনার জার্সিতে চেনা ছন্দে৷ কোপা ফাইনালে হারের পর যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের মেসি কি শুক্রবারে দেখাতে পারবেন নীল-সাদা জার্সিতে ইন্দ্রজাল? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব৷ ফোকাসে টিম আর্জেন্তিনাও৷ নয়া কোচ৷ নীল-সাদা মেসির দ্বিতীয় ইনিংস কোন পথে এগোয়, সেদিকেই তাকিয়ে গোটা পৃথিবী৷
মেসির দ্বিতীয় ইনিংস শুরু শুক্রবার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2016 05:21 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -