বার্সেলোনা: প্রায় ২০ বছরের সম্পর্ক, ডজন-ডজন প্রতিযোগিতায় জয়, শতাধিক গোল, অগুনতি রেকর্ড.... বার্সেলোনায় লিওনেল মেসির অবিশ্বাস্য কেরিয়ারের যবনিকা পড়তে চলেছে। এতদিনের ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এই আর্জেন্টাইন তারকা।


জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। তাতে এবার শিলমোহর পড়ল। সংবাদমাধ্যমের খবর, ক্লাবকে নিজের ইচ্ছার কথা ইতিমধ্যেই জানিয়েছেন মেসি। চলতি মরশুমে একটিও ট্রফি ঘরে তুলতে পারেনি মেসির বার্সেলোনা। তার ওপর সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে পর্যুদস্ত হওয়ায় মেসি নিজেও খুশি নন।


মেসি যে ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন, তা স্বীকার করেছে বার্সা কর্তৃপক্ষ। যদিও, ক্লাবের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তারা সহজে মেসিকে ছাড়ূবেন না। এরজন্য আইনি লড়াইও করতে প্রস্তুত তারা।


সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বার্সা কর্তৃপক্ষ চায় মেসি তাদের ক্লাবেই কেরিয়ার শেষ করে অবসর নিক। মেসিকে জানিয়েও দেওয়া হয়েছে সেই কথা। কিন্তু, আর্জেন্টাইন তারকা যদি নিজের ইচ্ছায় অনড় থাকেন, তাহলে সম্ভবত ক্লাব বনাম তারকা আইনি লড়াই হবে।


সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ম্যাঞ্চেস্টার সিটি বা প্যারিস সাঁ জাঁ ক্লাবে যেতে পারেন মেসি। এরমধ্যে প্রথমটির সম্ভাবনা জোরালো। কারণ, এই ক্লাবের বর্তমান ম্যানেজার পেপ গুয়র্দিওলা-- যিনি প্রাক্তন বার্সা ম্যানেজার এবং মেসির খুব পছন্দের মানুষ।


এখানে বলে রাখা প্রয়োজন যে, ২০২১ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি রয়েছে মেসির। এরমধ্যে কোনও ক্লাব যদি মেসিকে নিতে চায়, তাহলে তাদের প্রথমে বার্সেলোনাকে ৭০ কোটি ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ৬ হাজার ১৬০ কোটি টাকা) ট্রান্সফার ফি চোকাতে হবে।