প্যারিস: করোনা আক্রান্ত হলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ক্লাব প্যারিস সঁ জরমঁ থেকে বিবৃতি দিয়ে জানানো হল, মেসির পাশাপাশি আরও তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন।


প্যারিস সঁ জরমঁ-র (PSG) এই তারকা বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্তিনা গিয়েছিলেন। সেখান থেকে গত শনিবার প্যারিসে ফেরার পরেই এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন 'এল এম টেন'। শনিবার প্যারিসে ফিরে আসার পর থেকেই জ্বরে ভুগছিলেন মেসি। দ্রুত তাঁর আরটি-পিসিআর টেস্ট করানো হয়। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। পিএসজি-র তরফ থেকে মেসির ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়েছে। এই মুহূর্তে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন এই তারকা স্ট্রাইকার।


পিএসজি-র তরফে জানানো হয়েছে, মেসি ছাড়া বাকি যে তিন ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা হলেন বেরনাট, সার্জিয়ো রিকো এবং নাথান বিটুমাজালা। সোমবার ফরাসি কাপে পিএসজি-র খেলা রয়েছে। চার ফুটবলার ছাড়াও পিএসজি দলের আরও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর নাম এখনও অবধি জানানো হয়নি। শনিবার রাতেই তাঁরা করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সেই সময় পিএসজি-র তরফে কারও নাম বলা হয়নি। রবিবার জানা যায় করোনা আক্রান্ত হয়েছেন আর্জেন্তিনার তারকা ফুটবলার।


লিওনেল মেসি এবং তাঁর তিন সতীর্থ করোনা আক্রান্ত হওয়ায় সোমবার (৩ ডিসেম্বর) ভানেসের বিরুদ্ধে কুপ দে ফ্রান্সের ম্যাচে খেলতে পারবেন না। নেমারও নিজের চোট সারিয়ে না উঠায় ভানেস তো বটেই, তার পরের ম্যাচে লিয়ঁর বিরুদ্ধেও মাঠে নামতে পারবেন না। তিনি বর্তমানে ব্রাজিলে রয়েছেন। সেখানেই রিহ্যাব চলছে তাঁর।


আরও পড়ুন: ভারতীয় দলের ছায়া, তিন ফর্ম্যাটের জন্য দুজন আলাদা অধিনায়ক বাছার পথে সিএবি


বার্সেলোনা থেকে প্যারিসে আসার পরে সময়টা মোটেও ভাল যাচ্ছে না আর্জেন্তিনার মহাতারকা মেসির। ফরাসি লিগে প্যারিস সাঁ জরমঁ-র হয়ে মাত্র একটি গোল করেছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে পাঁচটি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবার ছুটিতে মেসি সপরিবার আর্জেন্তিনায় গিয়েছিলেন। কয়েকদিন আগে মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলার গানের তালে তালে নাচার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছুটি কাটিয়ে ফ্রান্সে ফেরার পরই বিশ্বফুটবল খবর পেল, করোনা আক্রান্ত মেসি।