প্যারিস: এ মরশুম শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফ্রান্সের ক্লাবের সঙ্গে চুক্তি শেষে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে যে মাঠে নামতে চলেছেন সে কথাও ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে নিজের বিদায়ী মরশুমেই লিগ ওয়ানের (Ligue 1) সেরা বিদেশি ফুটবলার হওয়ার পুরস্কার জিতে নিলেন আর্জেন্তাইন কিংবদন্তি মেসি।


সেরা বিদেশি মেসি


নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় মেসিকে দলে নেওয়ার অন্যতম বড় কারণ ছিল। পিএসজির হয়ে দু'মরশুমে লিগ খেতাব জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি মেসি। তবে নিজের শেষ মরশুমে কিন্তু ক্লাবের হয়ে লিগে বেশ ভালই পারফর্ম করেছিলেন তিনি। সাত বারের ব্যালন ডি'অরজয়ী তারকা গত মরশুমে লিগে সর্বাধিক অ্যাসিস্ট প্রদান করেছেন। ৩২টি লিগ ম্যাচ খেলে তিনি ১৬টি অ্যাসিস্ট প্রদান করেন। এই দুরন্ত মরশুমের সুবাদেই লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার জিতলেন 'এলএম১০'।


মেসির হ্যাটট্রিক


প্রসঙ্গত, রবিবার আর্জেন্তিনার রাজধানীতে নিজের ছোটবেলার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের (Newell's Old Boys) বিরুদ্ধে আর্জেন্তিনার (Argentina Football Team) হয়ে দুরন্ত হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। আর্জেন্তাইন কিংবদন্তি মেসির শহর রোজারিওরতে তাঁর প্রাক্তন সতীর্থ ম্যাক্সি রডরিগেজের বিদায়ী ম্যাচ উপলক্ষ্যে মাঠে নেমেছিলেন মেসি। 






মার্সেলো বিয়েলসার নামাঙ্কিত স্টেডিয়ামে ম্যাক্সি রডরিগেজের বিদায়ী ম্যাচ আয়োজিত হয়েছিল। সেখানে মেসি, দি মারিয়া, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছাড়াও একাধিক তারকা ফুটবলার অংশগ্রহণ করেছিলেন। এইদিন নিউওয়েল ওল্ড বয়েজ এবং আর্জেন্তিনার মধ্যে এক প্রদর্শনী ম্যাচের আয়েজন করা হয়েছিল। বার্সেলোনাতে যোগ দেওয়ার এককালেই এই নিউওয়েল ওল্ড বয়েজেই মেসি নিজের বাল্যকালের একাংশ কাটিয়েছেন। শনিবারই আবার মেসির জন্মদিনও গিয়েছে। তার পর পরই এই ম্যাচ আয়োজিত হয়। সেই কারণেই ম্যাচের শুরুতে মাঠে উপস্থিত জনগণ মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রণধ্বনি তোলে। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪২ হাজার দর্শকদের কিন্তু হতাশ করেননি মেসি। হ্যাটট্রিক করে দর্শকদের মাতান আর্জেন্তাইন তারকা। তাঁর তিন গোলের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি-কিকও ছিল। 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?