জাকার্তা: ক্লাব ফুটবলের মরশুম শেষ হয়ে গিয়েছে। বর্তমানে বিভিন্ন দেশগুলি নিজেদের মধ্যে ফ্রেন্ডলি ম্য়াচ খেলছে। সেই তালিকা রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনাও (Argentina Football Team)। লা আলবিসেলেস্তের সমর্থকরা গোটা বিশ্বজুড়েই রয়েছেন। আর আর্জেন্তিনার ম্য়াচ মানেই লিওনেল মেসিকে (Lionel Messi) দেখার সুযোগ। 'এলএম১০'-কে নিজের চোখের সামনে খেলতে দেখা তো যে কোনও অনুরাগীরই স্বপ্ন। মেসিকে এক ঝলক দেখার স্বপ্ন নিয়েই সোমবার জাকার্তায় কত না সমর্থক ভিড় জমাতেন। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে যাচ্ছে।


সোমবার, ১৯ জুন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina vs Indonesia)। মেসিকে খেলতে দেখবেন বলেই এক সমর্থক ১২ ঘণ্টার ওপর প্লেন ও বোটযাত্রা করে জাকার্তায় ম্যাচ দেখার পরিকল্পনা করেছিলেন অ্যাং নামে এক সমর্থক। কিন্তু মেসি ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠেই নামবেন না বলে জানিয়ে দিয়েছেন। এরপরেই ম্যাচের উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন একদল সমর্থক। উদ্যোক্তাদের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অভিযোগও আনা হয়। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মেসিদের ম্য়াচের ৬০ হাজার টিকিট মুহূর্তের মধ্যে শেষ হয়ে। টিকিট সর্বত্রই ফলাও করে মেসির ছবিও দেওয়া।


তবে ম্যাচে মেসির খেলা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল এবং বৃহস্পতিবারই মেসি যে আসন্ন ম্যাচে খেলবেন না, সেটাও নিশ্চিত হয়ে যায়। আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি জানিয়ে দেন যে মেসি সোমবারের ম্যাচে খেলবেন না। অ্যাং মেসির অন্ধভক্ত। তাঁর দখলে মেসির নাম লেখা প্রায় দুইশোটি জার্সি রয়েছে। নিজের মেসির জার্সির সম্ভার থেকে সাতটি জার্সি বিক্রি করার পাশাপাশি আরও না না রকম জোগাড় করেই অ্যাংয়ের জাকার্তায় আসার কথা ছিল। তিনি নিজের প্রিয় ফুটবলারকে দেখতে পাবেন না জেনে চরম ক্ষুব্ধ এবং হতাশ।


ওই অনুরাগী বলেন, 'মেসি একজন আইকন এবং সবাই জানেন যে এই ম্য়াচের ৯০ শতাংশ টিকিটই কেবল মেসিকে খেলতে দেখা যাবে বলেই বিক্রি হয়েছে। এটা ওদের (উদ্যোক্তাদের) একটা মার্কেটিং পরিকল্পনা ছিল মাত্র।' আরেক সমর্থক বলেন, 'আমি হতাশ এবং দুঃখিত। এটাই মেসিকে মাঠে বসে দেখতে পাওয়ার সবথেকে বড় সুযোগ ছিল।' মেসি ম্যাচ খেলবেন না বলে তো কিছু কিছু নিজেদের কেনা টিকিট পর্যন্ত বিক্রি করার পরিকল্পনা করছেন।  সবমিলিয়ে নিজের পছন্দের ফুটবলারকে খেলতে দেখতে না পাওয়ায় ইন্দোনেশিয়ার জনগণ যে ক্ষুব্ধ ও হতাশ, তা বলাই বাহুল্য।  


আরও পড়ুন: উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?