করাচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ০-৫ হারের পরেও মাঠের বাইরে খোশমেজাজে দেখা যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটারদের। দুবাইয়ে পার্টি করতে দেখা গিয়েছিল উমর আকমলকে। এবার লেগস্পিনার ইয়াসির শাহের একটি টিকটক ভিডিও প্রকাশ্যে এল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণীর সঙ্গে হিন্দি গানে গলা মেলাচ্ছেন এই ক্রিকেটার। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে পিসিবি। ইয়াসিরকে ভর্ৎসনা করা হয়েছে। পাশাপাশি পাক ক্রিকেটারদের জন্য আচরণবিধিও তৈরি করা হচ্ছে।
পিসিবি-র এক কর্তা বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কী ফল হতে পারে, সে বিষয়ে কয়েকজন খেলোয়াড়ের কোনও ধারণা নেই। এই বিষয়টি নিয়ে পিসিবি উদ্বিগ্ন। ইয়াসিরকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, তার অসাবধানতাকে কাজে লাগিয়ে কেউ বদনাম করতে পারে।’