মোহালি: ৭২ রানে থেমে গেল রবিচন্দ্রন অশ্বিনের ইনিংস। ভারতকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে বেন স্টোকসের বলে জোস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অশ্বিন। তবে রবীন্দ্র জাডেজা লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি অর্ধশতরান করেছেন। এখন ৫৭ রানে ব্যাট করছেন জাডেজা। তাঁর সঙ্গে ক্রিজে আছেন জয়ন্ত যাদব (১৬)। এই মুহূর্তে ভারতের রান ৭ উইকেটে ৩২৯। ইংল্যান্ডের থেকে ৪৬ রানে এগিয়ে গিয়েছে ভারত।

এর আগে অশ্বিন ও জাডেজার দাপটে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে যায় ভারত। অশ্বিন ও জাডেজার জুটিতে ৯৭ রান যোগ হয়েছে। চলতি বছরে টেস্টে অশ্বিনের ৫৪৫ রান এবং ৫৬ উইকেট নেওয়া হয়ে গেল।

গতকাল খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ছিল ৬ উইকেটে ২৭১। ইংল্যান্ডের চেয়ে মাত্র ১২ রানে পিছিয়ে ছিল ভারত। মিডল অর্ডারের ধস সামাল দিয়ে বড় ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছিলেন অশ্বিন ও জাডেজা। আজ তৃতীয় দিন সকালেও এই জুটি দাপট দেখাচ্ছিল। ইংরেজ বোলাররা তাঁদের চাপে ফেলতে পারছিলেন না। অশ্বিন ফিরে গেলেও, জাডেজা দাপটেই ব্যাটিং করছেন।