মোহালি: প্রথম দিনের খেলা যেখান থেকে শেষ হয়েছিল, দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করলেন ভারতীয় পেসাররা। তাঁদের দাপটে মোহালিতে দ্বিতীয় দিন ইংল্যান্ডের ইনিংস স্থায়ী হল মাত্র ৩.৫ ওভার। তার মধ্যেই বাকি দু উইকেট তুলে নিলেন মহম্মদ শামি। তিনি আউট করলেন আদিল রশিদ (৪) ও গ্যারেথ ব্যাটিকে (১)। ১৩ রানে অপরাজিত থাকলেন জেমস অ্যান্ডারসন। ২৮৩ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড।
চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার সুবাদে ১-০ এগিয়ে আছে ভারত। তৃতীয় টেস্টের শুরুটাও দুর্দান্ত করেছে বিরাট কোহলির দল। বোলাররা অল্প রানে ইংল্যান্ডকে অলআউট করে দিয়েছেন। এবার ব্যাটসম্যানদের পালা। তাঁরা নিজেদের কাজটা ঠিকমতো করতে পারলে সুবিধাজনক অবস্থান ধরে রাখতে পারবে ভারত।
ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন আট বছর পরে টেস্ট খেলতে নামা পার্থিব পটেল ও মুরলী বিজয়। এই মুহূর্তে ভারতের রান বিনা উইকেটে ১৯। পার্থিব ১৩ এবং বিজয় ৬ রানে অপরাজিত।
Live: ২৮৩ রানে অলআউট ইংল্যান্ড
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2016 10:00 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -