বেঙ্গালুরু:  #তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৪ উইকেটে ২১৩।  লিড  রানের ১২৬। হাতে রয়েছে এখনও ৬ উইকেট। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চলতি টেস্ট সিরিজের এখনও পর্যন্ত সর্বোচ্চ পার্টনারশিপ চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের। তাঁদের অবিচ্ছিন্ন ৯৩ রানের জুটিতে ভর করেই দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত ঘুরে বেঙ্গালুরু টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দলের ১২০ রানের মাথায় হ্যাজেলউডের বলে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা। দলের লিড তখন ৩৩। এরপর থেকে ইনিংসের হাল ধরেন পূজারা ও রাহানে। পূজারা অর্ধশতরান পূর্ণ করে খেলছেন।

 



প্রথম থেকেই পরিস্থিতি অনুযায়ী খেলতে শুরু করেন পূজারা ও রাহানে। দিনের শেষে পূজারা ৭৯ এবং রাহানে ৪০ রানে ক্রিজে রয়েছেন।

 






প্রথম ইনিংসে ৮৭ রানের ঘাটতি পূরণ করে দ্বিতীয় ইনিংসে লিড নেয় ভারত। প্রথম ইনিংসে ভারতের ১৮৯ রানের জবাবে ২৭৬ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।  লোকেশ রাহুল (৫১) প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ভাল পারফরম্যান্স দেখালেন। প্রথম ইনিংসে এক রাহুলই লড়াই করেছিলেন। তিনি করেন ৯০। দ্বিতীয় ইনিংসেও একইরকম জমাট দেখাচ্ছিল তাঁকে। তবে অর্ধশতরান করার পরেই স্টিভ ও'কিফির বলে আউট হলেন রাহুল। ফের ব্যর্থ হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মাত্র ১৫ রান করে জোশ হ্যাজেলউডের বলে এলবিডব্লু হলেন। এখন ক্রিজে চেতেশ্বর পূজারা (৩৩) ও রবীন্দ্র জাডেজা (২)।

৬ উইকেটে ২৩৭ রান হাতে নিয়ে আজ সকালে বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। গতকালের দুই অপরাজিত ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ও মিচেল স্টার্ককে শুরুটা ভালই করেছিলেন। স্টার্ককে (২৬) ফিরিয়ে প্রথম আঘাত হানেন অশ্বিন। এরপর বাকি কাজটা সারেন জাডেজা। তিনি পরপর দু বলে ওয়েড (৪০) ও  নাথান লিওনকে (০) আউট করেন। এরপর জোশ হ্যাজেলউডকে (১) ফেরান জাডেজাই। তিনি ৬৩ রান দিয়ে ৬ উইকেট নেন। অশ্বিন নিয়েছেন দুটি উইকেট।

দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই করেন ভারতের দুই ওপেনার রাহুল ও অভিনব মুকুন্দ (১৬)। লাঞ্চে ভারতের রান ছিল বিনা উইকেটে ৩৮। লাঞ্চের পর চতুর্থ বলেই আউট হন মুকুন্দ।