নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল বিসিসিআই। বিচারপতি লোঢা কমিটিকে বিসিবিআইয়ের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে একজন নিরপেক্ষ অডিটর নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ওই অডিটর বিভিন্ন সম্প্রচার স্বত্ত্ব সংক্রান্ত বিভিন্ন চুক্তি সব বোর্ডের সমস্ত আর্থিক বিষয় খতিয়ে দেখবেন।
সেই সঙ্গে বোর্ডের আর্থিক লেনদেনের সীমাও বেঁধে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি টিএস ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশে বোর্ড আরও বেকায়দায় পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আদালত বলেছে, লোঢা কমিটির সুপারিশ ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলার হলফনামা না দেওয়া পর্যন্ত রাজ্যস্তরের সংস্থাগুলিকে অর্থ মঞ্জুর করতে পারবে না বোর্ড।
লোঢা সংস্কার নিয়ে গত ১৮ জুলাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা কী ভাবে এবং কত দিনের মধ্যে কার্যকর করা হবে তা নিয়ে বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এবং সচিব অজয় শিরকে-কে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে একটি হলফনামা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, ব্যক্তিগত ভাবে অনুরাগ ঠাকুরকে লোঢা কমিটির কাছে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্যও এ দিন নির্দেশ দিয়েছে শীর্য আদালত।
লোঢা কমিটির সেক্রেটারিকে সুপ্রিম কোর্টের নির্দেশের একটি প্রতিলিপি আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের কাছে পাঠাতেও বলা হয়েছে।
উল্লেখ্য, লোঢা সংস্কার নিয়ে গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর তা পুরোপুরি ভাবে কার্যকর করতে অস্বীকার করে বোর্ড। বেশ কয়েকটি সংস্কার মেনে নিলেও এক রাজ্য এক ভোট, ন’বছরের বেশি বোর্ডের প্রশাসনিক পদে না থাকা বা সত্তরোর্ধ্ব কর্তাদের বিদায় দেওয়ার মতো আমূল পরিবর্তনের ক্ষেত্রে অনড় থেকেছেন অনুরাগ অ্যান্ড কোম্পানি। তাঁদের দাবি, এতে বোর্ডের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হবে।
সুপ্রিম কোর্টে জোরাল ধাক্কা বোর্ডের, আর্থিক বিষয় খতিয়ে দেখতে অডিটর নিয়োগের নির্দেশ লোঢা কমিটিকে
ABP Ananda, web desk
Updated at:
21 Oct 2016 01:41 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -