লোকেশ রাহুলের অপরাজিত ৭১, মুম্বইকে ৮ উইকেটে হারাল পঞ্জাব
Web Desk, ABP Ananda | 30 Mar 2019 07:54 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
মোহালি: ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে সহজেই আট উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল কিংস ইলেভেন পঞ্জাব। জয়ের নায়ক ওপেনার লোকেশ রাহুল। বিতর্ক ঝেড়ে ফেলে ফের দুর্দান্ত ফর্মে দেখা যাচ্ছে এই ডানহাতি ব্যাটসম্যানকে। তিনি আজ ৫৭ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন। পঞ্জাবের হয়ে ক্রিস গেইল (২৪ বলে ৪০) ও ময়ঙ্ক অগ্রবাল (২১ বলে ৪৩) ঝোড়ো ব্যাটিং করেন। এই তিন ব্যাটসম্যানের দাপটেই জয় পেল রবিচন্দ্রন অশ্বিনের দল। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অশ্বিন। সাত উইকেটে ১৭৬ রান করে মুম্বই। অধিনায়ক রোহিত শর্মা ৩২ রান করেন। হার্দিক পাণ্ড্য ১৯ বলে ৩১ রান করেন। সর্বোচ্চ ৬০ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান কুইন্টন ডি কক। পঞ্জাবের হয়ে মহম্মদ শামি, হার্ডাস ফোয়েন ও মুরুগান অশ্বিন দু’টি করে উইকেট নেন। বড় রান তাড়া করতে নেমে আট বল বাকি থাকতেই জয় তুলে নেয় পঞ্জাব।