পাল্লেকেলে: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে যতই জল্পনা, বিতর্ক তৈরি হোক না কেন, তাঁর পাশেই দাঁড়াচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি আশাবাদী, আগামী তিন মাসে ২৪টি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ থাকায় ধোনি ফর্ম, ছন্দ ও ধারাবাহিকতা ফিরে পাবেন।

আগামীকাল ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগে ধোনি সম্পর্কে বিরাট বলেছেন, ‘আসন্ন মরসুমে আমরা খেলোয়াড়দের ভূমিকা দেখে নেওয়ার সুযোগ পাব। তাঁরাও বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার সময় পাবেন। নির্দিষ্ট সময়ে একজন ক্রিকেটারকে কী করতে হবে, সেটাও আমরা জানতে পারব। এমএস-এর মতো যে ক্রিকেটার টেস্ট ম্যাচ খেলে না, তারা এর ফলে উপকৃত হবে। পরপর ম্যাচ থাকায় ও আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার সুযোগ পাবে। এর ফলে ও ছন্দ ফিরে পাবে।’

বাঁ হাতি স্পিনার অক্ষর পটেল প্রসঙ্গে বিরাট বলেছেন, চায়নাম্যান কুলদীপ যাদবের চেয়ে অক্ষর অনেক বেশি কার্যকরী। সেই কারণেই এই সিরিজের প্রথম ম্যাচে কুলদীপের বদলে অক্ষরকে দলে রাখা হয়েছিল। যুজবেন্দ্র চাহাল ও অক্ষরের মতো ক্রিকেটাররা বেশি সুযোগ পাননি। দলের পরিকল্পনায় ব্যাঘাত না ঘটিয়েই এই ক্রিকেটারদের সুযোগ দেওয়া হবে। হার্দিক পাণ্ড্য তাঁর উচ্চতাকে কাজে লাগিয়ে বাড়তি বাউন্স আদায় করে নিতে পারেন। সেই কারণে তাঁকে নতুন বল দেওয়া হচ্ছে। এছাড়া তিনি ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৩৫ কিমি বেগে বল করতে পারেন। বল স্যুইংও করতে পারেন হার্দিক। সেই কারণে তাঁকে প্রথম ১০ ওভারের মধ্যে চার-পাঁচ ওভার বল দেওয়া হচ্ছে। অপর এক স্ট্রাইক বোলার জসপ্রীত বুমরাহকে ওয়ান-চেঞ্জ হিসেবে ব্যবহার করা হচ্ছে।