মস্কো: বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে স্পেন শিবিরে ডামাডোল চরমে। বরখাস্ত করা হল স্প্যানিশ কোচ জুলেন লোপেতেগিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, স্প্যানিশ ফুটবল কর্তাদের অন্ধকারে রেখে রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী তিন মরসুমের জন্য চুক্তি করেছেন। রাশিয়া রওনা হওয়ার আগেই এই চুক্তি হয় বলে সূত্রের খবর। মঙ্গলবার রিয়াল মাদ্রিদ ঘোষণা করে, জিনেদিন জিদানের জায়গায় কোচ হচ্ছেন লোপেতেগি। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। যার জেরে সরিয়ে দেওয়া হল লোপেতেগিকে। স্পেনের নয়া কোচের দায়িত্ব পেলেন জাতীয় দল ও রিয়াল মাদ্রিদের প্রাক্তন অধিনায়ক তথা এতদিন স্পোর্টিং ডিরেক্টরের পদে থাকা ফার্নান্দো হিয়েরো। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন অনূর্ধ্ব-২১ দলের কোচ অ্যালবার্ট সেলাডেস। তবে হিয়েরোই বিশ্বকাপে স্পেনের নয়া কোচ হলেন।
২০১৬-র জুলাইয়ে স্পেনের কোচ হন লোপেতেগি। তাঁর কোচিংয়ে নজরকাড়া সাফল্য পায় ২০১০-এর বিশ্বচ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগে পর্যন্ত ২০টি ম্যাচ খেলে একটিও হারেনি স্পেন। কিন্তু এই সাফল্যের পরেও বিতর্কে জড়িয়ে বিশ্বকাপের আগেই সরে যেতে হল লোপেতেগিকে।
স্পেনের ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস বলেছেন, ‘আমরা জাতীয় দলের ম্যানেজারকে সরিয়ে দিতে বাধ্য হয়েছি। আমি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আমি নিশ্চয়তা দিচ্ছি, নতুন টেকনিক্যাল টিম আপ্রাণ চেষ্টা করবে। আমরা এখন খুব কঠিন পরিস্থিতিতে আছি।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি, বিশ্বকাপের আগেই বরখাস্ত স্পেনের কোচ জুলেন লোপেতেগি, দায়িত্বে ফার্নান্দো হিয়েরো
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2018 05:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -