কলকাতা: হাঁটুর অস্ত্রোপচারের জন্য তিনি বিশ্বকাপের বাইরে। বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে তারকা অলরাউন্ডারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) অনুপস্থিতি ভারতের কাছে সমস্যার হবে বলে মনে করেন বেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। তাঁর মতে, জাডেজা থাকলে সুবিধা পেত ভারত।


লেজেন্ডস লিগ ক্রিকেটে গুজরাত জায়ান্টস দলের কোচ প্রসাদ। আপাতত তিনি কলকাতায়। প্রসাদ বলেছেন, 'ভারতীয় দল বেশ ভারসাম্য যুক্ত। খুব ভাল দল। এক ঝাঁক দুর্দান্ত ব্যাটার ও অলরাউন্ডার রয়েছে। তবে জাডেজার অভাব অনুভূত হবে। ও থাকলে দল আরও শক্তিশালী হতো।' প্রসাদ যোগ করছেন, 'ভারতের বোলিং খুব ভাল। অনেক বৈচিত্র রয়েছে। বাঁহাতি পেসার অর্শদীপ সিংহকে দলে নিয়েছে। পাশাপাশি অভিজ্ঞ যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার রয়েছে। তবে শামি থাকলে ভাল হতো।'






শাস্ত্রীর সওয়াল


লেজেন্ডস লিগ ক্রিকেটে ফিরছে সুপার-সাব। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একটি বেনিফিট ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া মহারাজাস ও টিম ওয়ার্ল্ড জায়ান্টস। সেই ম্যাচেও থাকছে সুপার সাব নিয়ম।


আর এই নিয়মের হয়ে জোরাল সওয়াল করলেন রবি শাস্ত্রী। লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ কমিশনারের দায়িত্বে রয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, 'খেলাটার প্রত্যেক মুহূর্তে বিবর্তন হচ্ছে। কে বলতে পারে আন্তর্জাতিক পর্যায়ে শীঘ্রই এই নিয়ম ফের চালু হবে না! আর আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্ট হচ্ছে এই নিয়ম পরীক্ষামূলকভাবে দেখার মঞ্চ।'


লেজেন্ডস লিগ ক্রিকেটে সুপার সাব নিয়মে প্রত্যেক ইনিংসে ১০ ওভারের পর একজন ক্রিকেটারকে পরিবর্ত হিসাবে ব্যবহার করার নিয়ম রয়েছে। তবে দলগুলিকে ম্যাচ শুরু হওয়ার আগেই সেই ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে।