মাদ্রিদ: রিয়াল মাদ্রিদেই থেকে যাচ্ছেন লুকা মদ্রিচ। ২০১৮ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল ক্রোয়েশিয়া। সেবারও অধিনায়ক ছিলেন মদ্রিচ। ৩৭ বছর বয়সি বর্ষীয়ান মিডফিল্ডার ২০২৪ পর্যন্ত রিয়ালের সঙ্গেই যুক্ত থাকছেন। লস ব্ল্যাঙ্কসদের হয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ''রিয়াল মাদ্রিদ ক্লাব ও লুকা মদ্রিচের মধ্যে দু বছরের চুক্তি বাড়ানো হল। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত লুকার সঙ্গে চুক্তি বর্ধিত করা হল।'' ২০১২ সালে রিয়াল মাদ্রিদে প্রথম যোগ দিয়েছিলেন এই মিডিও। গত ১১ মরসুমে রিয়ালের জার্সিতে ৪৮৮ ম্যাচ খেলেছেন এই ক্রোয়েট।
রিয়ালের জার্সিতে মোট ২৩টি ট্রফি জিতেছেন। তার মধ্যে রয়েছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ক্লাব বিশ্বকাপ, ৪টি ইউরোপিয়ান সুপার কাপ, ৩টি লা লিগা, ২টো কোপা দেল রে, ৪টি স্প্যানিশ সুপার কাপ। ২০১৮ সালে বিশ্বের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন মদ্রিচ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে টেক্কা দিয়ে ব্য়লঁ ডি অর পেয়েছিলেন সেবার ক্রোয়েট মিডিও। ২০১৮ সালে ফিফার সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০১৭-১৮ ইউয়েফা প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০১৭ ক্লাব বিশ্বকাপে গোল্ডেন বল পেয়েছিলেন লুকা।
সেরা প্লেয়ার মেসি
এ মরশুম শেষেই প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফ্রান্সের ক্লাবের সঙ্গে চুক্তি শেষে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে যে মাঠে নামতে চলেছেন সে কথাও ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে নিজের বিদায়ী মরশুমেই লিগ ওয়ানের (Ligue 1) সেরা বিদেশি ফুটবলার হওয়ার পুরস্কার জিতে নিলেন আর্জেন্তাইন কিংবদন্তি মেসি।
সেরা বিদেশি মেসি
নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় মেসিকে দলে নেওয়ার অন্যতম বড় কারণ ছিল। পিএসজির হয়ে দু'মরশুমে লিগ খেতাব জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি মেসি। তবে নিজের শেষ মরশুমে কিন্তু ক্লাবের হয়ে লিগে বেশ ভালই পারফর্ম করেছিলেন তিনি। সাত বারের ব্যালন ডি'অরজয়ী তারকা গত মরশুমে লিগে সর্বাধিক অ্যাসিস্ট প্রদান করেছেন। ৩২টি লিগ ম্যাচ খেলে তিনি ১৬টি অ্যাসিস্ট প্রদান করেন। এই দুরন্ত মরশুমের সুবাদেই লিগ ওয়ানের সেরা বিদেশি খেলোয়াড়ের পুরস্কার জিতলেন 'এলএম১০'।