কলকাতা: একদিকে দুরন্ত ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ। যারা টানা ২৪ ম্যাচে অপরাজিত। কোয়ার্টার ফাইনালে লিয়োনেল মেসির বার্সেলোনাকে ৮-২ গোলে বিধ্বস্ত করেছিল। অন্যদিকে তাদের সামনে এমন একটা দল, যারা ফরাসি লিগে সপ্তম। অথচ টুর্নামন্টে জুভেন্টাস-ম্যাঞ্চেস্টার সিটির মতো দলকে হারিয়ে একের পর এক অঘটন ঘটিয়ে ফেলেছে লিয়ঁ।


আজ ভারতীয় সময় রাত ১২.৩০-এ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে মুখোমুখি বায়ার্ন মিউনিখ ও লিয়ঁ। ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন বার্য়ানকেই। দুরন্ত ফর্মে আছেন রবার্ট লেয়নডস্কি। মাত্র ৪৫ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৫৪! কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিরুদ্ধে জোড়া গোল করা লিয়ঁ ফুটবলার মুসা দেম্বেলে যদিও হুঙ্কার ছেড়ে রেখেছেন, ‘লিসবনে আমরা বায়ার্নকে হারাব।’ লিয়ঁর ম্যানেজার রুডি গার্সিয়া অবশ্য বায়ার্নকেই এগিয়ে রাখছেন। তিনি বলেছেন, ‘লেয়নডস্কি, মুলার অসাধারণ ফর্মে। বার্সার বিরুদ্ধে মারাত্মক গতিতে ফুটবল খেলেছে ওরা। আমরা আন্ডারডগ হয়েই নামব।’

তবে সতর্ক থাকছেন বায়ার্ন ম্যানেজার হান্সি ফ্লিক। তিনি বলছেন, ‘এখনই আবেগে ভাসার কিছু হয়নি। লিয়ঁ দলটা শারীরিকভাবে অসম্ভব ভাল জায়গায় আছে। সেমিফাইনালে ওদের মাঝমাঠকে চাপে রাখতে না পারলে জেতাটা সহজ হবে না।’’

কখন ম্যাচ: আজ রাত ১২.৩০ (ভারতীয় সময়)

কোন চ্যানেলে দেখবেন: সোনি টেন টু, সোনি টেন টু এইচডি