এ ধরনের ভিত্তিহীন খবর ছড়ানোয় জড়িতদের তীব্র নিন্দা করে প্রবাদপ্রতিম অলরাউন্ডারের সতীর্থ মদনলাল ট্যুইট করেন, কপিলের শরীর-স্বাস্থ্য নিয়ে এমন ভুয়ো খবর ছড়ানো অসংবেদনশীল, দায়িত্বজ্ঞানহীন কাজ। নিজের ক্রিকেট কেরিয়ারে কপিলের নেতৃত্বে খেলেছেন বলে তাঁকে নিয়ে আলাদা আবেগ রয়েছে মদনলালের। তাই কিংবদন্তী অধিনায়ককে নিয়ে অপপ্রচার মেনে নিতে না পেরে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, একজন সতীর্থের শরীর, স্বাস্থ্য নিয়ে জল্পনায় সংবেদনশীলতা, দায়িত্বজ্ঞানের অভাব আছে।আমাদের বন্ধু কপিল দেব পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন। প্রতিদিন একটু একটু করে ভাল হচ্ছে তাঁর অবস্থা। অবসরপ্রাপ্ত এই প্রাক্তন ক্রিকেটারও তাঁর বন্ধুর পরিবারকে তাদের এই অস্বাভাবিক সময়ে গোপনীয়তা রক্ষা করতে দেওয়ার আবেদন জানিয়েছেন। বলেছেন, যখন ওঁর হাসপাতালে ভর্তি হওয়ার ফলে মানসিক চাপের মধ্য়ে কাটিয়েছে, সেসময় দয়া করে আমরা যেন সংবেদনশীল আচরণ করি।
এর আগে কপিলও অ্যাঞ্জিওপ্লাস্টির পর ১৯৮৩র বিশ্বকাপজয়ী টিমের সতীর্থদের অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তায় শীঘ্রই শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করার বাসনা প্রকাশ করেন। লেখেন, তিনি সুস্থ বোধ করছেন। আমার পরিবার ৮৩। আবহাওয়া খুব স্নিগ্ধ। তোমাদের সবার সঙ্গে দেখা করতে ভীষণ আগ্রহী আমি। তোমাদের সবার শুভেচ্ছা, প্রার্থনা, আশীর্বাদের জন্য় ধন্যবাদ।