ভারতের কোচ হওয়ার দৌড়ে জয়বর্ধনে?
Web Desk, ABP Ananda | 26 Jun 2017 04:05 PM (IST)
নয়াদিল্লি: ভারতীয় দলের নতুন কোচ হওয়ার জন্য আবেদন করতে পারেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। বিশেষ সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করার পর দশম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হন জয়বর্ধনে। এই ডানহাতি ব্যাটসম্যান এবার ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করতে পারেন। কুম্বলে পদত্যাগ করার পর পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদনের তারিখ বাড়িয়ে ৯ জুলাই করেছে বিসিসিআই। এরপরেই জয়বর্ধনের আবেদন করার জল্পনা বেড়ে গিয়েছে। কুম্বলে কোচ থাকাকালীনই নতুন কোচের জন্য আবেদন চেয়েছিল বিসিসিআই। তবে কুম্বলে পদত্যাগ করার পর এখনও কাউকে কোচ করা হয়নি। বীরেন্দ্র সহবাগ কুম্বলের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এগিয়ে বলে শোনা যাচ্ছিল। কিন্তু জয়বর্ধনে যদি আবেদন করেন, তাহলে এই লড়াই আকর্ষণীয় হয়ে যেতে পারে বলে মনে করছে ক্রিকেটমহল। সহবাগ ছাড়াও ভারতের পরবর্তী কোচ হওয়ার জন্য আবেদন করেছেন টম মুডি, লালচাঁদ রাজপুত ও ডোডা গণেশ। বিসিসিআই কর্তারা মনে করছেন, আরও কয়েকজন আবেদন করতে পারেন। সেই কারণেই আবেদনের তারিখ বাড়ানো হয়েছে।