মাহমুদুল্লাহর ঝোড়ো অর্ধশতরান, জিম্বাবোয়েকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
Web Desk, ABP Ananda | 19 Sep 2019 04:25 PM (IST)
মঙ্গলবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবেন শাকিব আল হাসানরা।
চট্টগ্রাম: জিম্বাবোয়েকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। মঙ্গলবার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবেন শাকিব আল হাসানরা। সেই ম্যাচের আগে দলের ভাল পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আশা জাগাচ্ছে। জিম্বাবোয়ের বিরুদ্ধে এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। ৪১ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ। ওপেনার লিটস দাস ২২ বলে ৩৮ রান করেন। মুশফিকুর রহিম করেন ৩২ রান। জিম্বাবোয়ের হয়ে কাইল জার্ভিস ৩ উইকেট নেন। রান তাড়া করতে নেমে ১৩৬ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। রিচমন্ড মুতুম্বামি ৫৪ রান করেন। বাংলাদেশের হয়ে সইফুল ইসলাম তিনটি এবং মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম দু’টি করে উইকেট নেন।