কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কিংবদন্তি ফুটবলার মজিদ বাসকর। ইরানের খোরামশায়ারের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এ ভর্তি করা হয়েছে তাঁকে।
বাসকরের ম্যানেজার ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘ভারতীয় সময় শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন বাসকর। তাঁকে ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। শুরুতে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।’
কলকাতা ময়দানের বাদশা বলা হতো বাসকারকে। জামশিদ নাসিরি-মজিদ বাসকারের জুটি ভারতীয় ফুটবলে রাজত্ব করেছে আশির দশকে। আশির দশকে আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে একসঙ্গে পথ চলা শুরু করেছিলেন দু’জনে। পরে ইস্টবেঙ্গলে ও মহমেডান স্পোর্টিংয়ে একসঙ্গে দেখা গিয়েছিল কিংবদন্তি জুটিকে। নাসিরি পাকাপাকিভাবে কলকাতায় থেকে গেলেও বাসকার ফিরে যান ইরানে। ইস্টবেঙ্গলের শতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ইরানের খোরামশায়ার থেকে গত বছর কলকাতায় এসেছিলেন। তাঁকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। ৬৪ বছরের বাসকারকে ভারতে খেলে যাওয়া সেরা বিদেশি মনে করেন অনেকে। তাঁর অসুস্থতার খবরে বাংলার ময়দানে উদ্বেগের ছায়া। বাসকারের ম্যানেজার যা শুনে বললেন, ‘প্রার্থনা করুন বাদশা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’
হৃদরোগে আক্রান্ত মজিদ বাসকর, ইরানের হাসপাতালে সিসিইউ-তে ভর্তি, ৪৮ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে
সন্দীপ সরকার
Updated at:
02 Oct 2020 04:26 PM (IST)
বাসকরের ম্যানেজার ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘ভারতীয় সময় শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন বাসকর। তাঁকে ইরানের খোরামশায়ারের একটি হাসপাতালে সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। শুরুতে তাঁর অবস্থা আশঙ্কাজনক থাকলেও চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। আপাতত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -