নয়াদিল্লি: আইসিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে একটা  ভুল নজরে পড়তে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা। ওয়েবসাইটের হল অফ ফেম পেজে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়কে আইসিসি বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে উল্লেখ করে।
আইসিসি-র ওয়েবসাইটে দ্রাবিড় সেকশনে লেখা ছিল ব্যাটিং:লেফ্ট হ্যান্ড।
সোশ্যাল মিডিয়ায় তা উঠে আসতেই নেটিজেনরা এই ত্রুটির জন্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে নিশানা করেছে।











সোশ্যাল মিডিয়ায় এই সমালোচনার পর আইসিসি ওই ত্রুটি সংশোধন করে।
গত বছর পঞ্চম ভারতীয় হিসেবে হল অফ ফেমের অন্তর্ভূক্ত হয়েছিসেন দ্রাবিড়। এই উপলক্ষ্যে তিরুবনন্তপুরমে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একদিনের ম্যাচের সময় দ্রাবিড় তাঁর সহ হল অফ ফেমার সুনীল গাওস্করের হাত থেকে স্মারক টুপি গ্রহণ করেছিলেন।
১৯৯৬ থেকে ২০১২ পর্যন্ত ভারতের হয়ে ১৬৪ টেস্ট ও ৩৪৪ একদিনের ম্যাচ খেলেছেন। দুই ফর্ম্যাটে তাঁর মোট রান ২৪,১৭৭।