কুয়ালা লামপুর: মালয়েশিয়া মাস্টার্সে বিপর্যয় দুই বারের অলিম্পিক্স মেডেল ভারতীয় শাটলার পিভি সিন্ধুর (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে তিন সেটের লড়াইয়ের পর তাই জু ইংয়ের কাছে হারতে হল সিন্ধুকে। দীর্ঘ লড়াইয়ে খানিকটা জু ইংয়ের দক্ষতা এবং খানিকটা সিন্ধুর নিজের ছন্দ ধরে রাখার ব্যর্থতার জেরেই হারলেন ভারতীয় তারকা।


কোর্ট দুইয়ে প্রথম গেমে ১৪ মিনিটের লড়াইয়ে জু ইংয় ২১-১৩ স্কোরলাইনে সিন্ধুকে মাত দেন। তবে সিন্ধুও ছেড়ে দেওয়ার পাত্রী নন। দ্বিতীয় গেমে লড়াই করে ম্যাচে ফিরে আসেন তিনি। দাপটের সঙ্গে ২১-১২ স্কোরে গেম জেতেন জোড়া অলিম্পিক্স পদকজয়ী। তৃতীয় গেমেও কিন্তু সিন্ধু শুরুটা মন্দ করেননি। তৃতীয় গেমের বিরতির আগেও তিনি লড়াই করে যাচ্ছিলেন। তবে জু ইংয়ের নাছোড় লড়াইয়েই মূলত ম্যাচে নিজের ছন্দ হারান তিনি।


লড়াকু মানসিকতার কাছে হার সিন্ধুর


একের পর এক পয়েন্টে স্রেফ লড়াকু মানসিকতার মাধ্যমেই বাজিমাত করেন বিশ্বের প্রাক্তন এক নম্বর মহিলা শাটলার। কিন্তু শেষ পর্যন্ত ১২-২১ স্কোরে তৃতীয় গেম ও ম্যাচ খোয়ান ২৭ বছর বয়সি ভারতীয় শাটলার। সেমিফাইনালে জায়গা পাকা করলেন জু ইংয়।


চিনা তাইপের শাটলাররে বিরুদ্ধে সিন্ধুর খারাপ রেকর্ড কিন্তু অব্যাহত রইল। ২২ ম্যাচের মধ্যে ১৭টিতেই হেরেছেন সিন্ধু, জয় এসেছে মাত্র পাঁচটি ম্যাচে। এই জু ইংয়ের বিরুদ্ধেই কিন্তু গত বছর টোকিও অলিম্পিক্সেও হারতে হয়েছিল সিন্ধুকে। সেইবার সেমিফাইনালে সিন্ধুর যাত্রা রুখে দিয়েছিলেন ২৮ বছর বয়সি তারকা শাটলার। এবার মালয়েশিয়া ওপেনে এক ধাপ আগেই থেমে গেল সিন্ধুর যাত্রা।


সেমিফাইনালে এইচ এস প্রণয়


তবে সিন্ধু হারলেও, আরেক ভারতীয় শাটলার এইচ এস প্রণয় (HS Prannoy) কিন্তু স্ট্রেট গেমে নিজের ম্যাচ জিতে নিয়েছেন। শুরু থেকেই ম্যাচে নিজের দাপট বজায় রেখেছিলেন প্রণয়। প্রতিপক্ষ লড়াই করলেও, তিনি সেই লড়াই থামিয়েই সেমিফাইনালে পৌঁছলেন। এক ঘণ্টার ম্যাচে প্রণয় ২৫-২৩, ২২-২০ স্কোরলাইনে কান্তা সুনেয়ামাকে পরাস্ত করেন। একমাত্র ভারতীয় হিসাবেই মালয়েশিয়া ওপেন ২০২২ টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছলেন ২৯ বছর বয়সি শাটলার।  


আরও পড়ুন: 'বাবাকে কোনওদিন এত স্নায়ুর চাপে ভুগতে দেখিনি', হার না মানা বন্ধু সৌরভের গল্প শোনালেন বৈশালি