ফিফা সভাপতির সম্মানে নৈশভোজের আয়োজন মমতার
Web Desk, ABP Ananda | 12 Oct 2017 11:25 PM (IST)
কলকাতা: ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সম্মানে নৈশভোজের আয়োজন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ২৬ তারিখ কলকাতায় আসার কথা ফিফা সভাপতির। সেদিনই ফিফা সভাপতি সহ বাকি কর্তাদের নৈশভোজের আমন্ত্রণ জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় এসে ২৭ তারিখ ফিফা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন ইনফান্তিনো। ২৮ তারিখ কলকাতায় যুব বিশ্বকাপের ফাইনালও দেখবেন তিনি। তাঁর এই সফরের আগেই নবরূপে সজ্জিত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঢালাও শংসাপত্র দিয়েছে ফিফা। লোকাল অর্গানাইজিং কমিটি টুর্নামেন্ট ডিরেক্টর জেভিয়ার সেপ্পি বলেছেন, বিশ্বের যে কোনও ভাল মানের স্টেডিয়ামের সমতুল্য যুবভারতী। এই প্রশংসায় খুশি মুখ্যমন্ত্রী।