এথেন্স: উয়েফা সুপার কাপ (Uefa Super Cup 2023) চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। সেভিয়ার বিরুদ্ধে পেনাল্টি শ্যুট আউটে জয় ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওয়ালার দল। নির্ধারিত সময়ে ১-১ ছিল স্কোরলাইন। কিন্তু সেখান থেকেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পরে খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানেই ৫-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যান সিটি। গ্রিসের রাজধানী এথেন্সে বসেছিল সুপার কাপের আসর। সেখানেই খেতাব জিতে নিল সিটি। এই নিয়ে পরপর ২ বারের সাক্ষাতে ২ বারই সেভিয়াকে হারাল তারা। 


এদিন খেলার ৪ মিনিটের মাথায় সেভিয়ার সামনে সুযোগ চলে এসেছিল প্রথমে গোল করার। আকাঞ্জি মাঝমাঠে বলের দখল হারাতেই দ্রুত সিটির বক্সের দিকে এগিয়ে যান সেভিয়ার ফুটবলাররা। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারেনি সেভিয়া। তবে ম্য়াচে প্রথমে এগিয়ে যায় সেভিয়াই। খেলার ২৫ মিনিটের মাথায় সেভিয়াকে এগিয়ে দেন ইউসেফ এন নেসিরি। প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় কোল পালমারের গোলে ম্যাচে সমতা ফেরায় ম্যাঞ্চেস্টার সিটি। এরপর ২ দলই একে অপরের দিকে আক্রমণ বাড়ালেও আর কেউই গোল করতে পারেনি। 


খেলা টাইব্রেকারে গড়ালে ম্যান সিটির হয়ে গোল করেন আর্লিং হলান্ড, জুলিয়ান আলভারেজ, মাতেও কোভাচিচ, জ্যাক গ্রিলিশ ও ক্যাপ্টেন কাইল ওয়াকার। সেভিয়ার হয়ে গোল করেন লুকাস, রাফা মির, ইভান রাকিতিচ এবং গঞ্জালো মন্ট্রিয়েল। তবে গুলেদি জালে বল জড়াতে ব্যর্থ হন। এই নিয়ে পেপ গুয়ার্দিওয়ালার কোচিংয়ে গত ৭ বছরে মোট ১৫টি ট্রফি ঘরে তুলল সিটি। স্প্যানিশ কোচের সুপার কাপ জয় অবশ্য এই প্রথম নয়। এর আগে ২০১৩ সালে বায়ার্নের কোচ হিসেবে ও বার্সার কোচ হিসেবে ২০০৯ ও ২০১১ সালে সুপার কাপ জিতেছিলেন গুয়ার্দিওয়ালা। 


ইউরোপ সেরার দৌড়ে ব্রুইন, মেসি, হালান্ড


এ মরশুমের শুরুতেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। তবে উয়েফার বিচারে সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছেন তিনি। সদ্যই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে সেরা খেলোয়াড় (UEFA Player of the Year) হওয়ার দৌড়ে থাকা তিন খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়। সেই তালিতায় আর্জেন্তাইন মহাতারকার সঙ্গে ম্যাঞ্চেস্টার সিটির দুই তারকা কেভিন দি ব্রুইন (Kevin de Bruyne) এবং আরলিং হালান্ডও (Erling Haaland) রয়েছেন।