ম্যাঞ্চেস্টার: জল্পনা চলছিলই। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) কর্তৃপক্ষ। মরসুমের বাকি সময়ের জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার হলেন লোকোমোতিভ মস্কোর ‘স্পোর্টস অ্যান্ড ডেভলপমেন্ট’-এর প্রধান রালফ রাংনিক। আপাতত ৬ মাসের জন্য চুক্তি করা হয়েছে রংনিকের সঙ্গে। সোমবার ম্য়ান ইউয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানানো হয়েছে।


দলে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পল পোগবা, ব্রুনো ফার্নান্ডেজ, রাফায়েল ভারানের মতো মহাতারকা। অথচ, এই মরসুমে দলের পারফরম্যান্স রীতিমতো হতাশাজনক। ইংলিশ প্রিমিয়ার লিগের (English Premier League) অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধেও বড় ব্যবধানে হারতে হচ্ছে। যার জেরে চাকরি খোয়াতে হয়েছিল দলের ম্যানেজার ওলে গানার সোলসজায়ারকে। এক সপ্তাহ আগে ক্লাবের তরফে সরকারিভাবে ওলেকে ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছিল।


সাম্প্রতিক অতীতে একেবারেই ফর্মে নেই ম্যান ইউ (Man U)। ওয়াটফোর্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধেও ৪-১ গোলে উড়ে যেতে হয়েছিল রোনাল্ডোদের। ওয়াটফোর্ডের কাছে বিশ্রী হারের পরই সোলসজায়ারের ভবিষ‌্যৎ নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বোর্ড। সেখানেই তাঁকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়।


সোলসজায়ার ছাঁটাই হওয়ার পরেই বেশ কয়েকটি নাম নিয়ে জল্পনা চলছিল। যার মধ্যে অন্যতম ছিলেন রংনিক। পাশাপাশি আলোচনা চলছিল ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানকে নিয়েও।


রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিরুদ্ধে এগিয়ে থেকেও পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চেলসির ঘরের মাঠে সবচেয়ে বড় ঝুঁকিটা নিয়েছিলেন সেই ম্যাচে ম্যান ইউয়ের অন্তর্বর্তীকালীন ম্যানেজার মাইকেল ক্যারিক। প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে না রেখে। পর্তুগিজ তারকা নামেন ৬৪ মিনিটে। তার আগেই গোল করে দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের নতুন তারকা জ্যাডন স্যাঞ্চো। ৫০ মিনিটে জর্জিনহোর দুর্বল পাস ধরে গোল করে যান প্রাক্তন বরুসিয়া ডর্টমুন্ড তারকা। কিন্তু সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি।


৬৯ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান জর্জিনহোই। পরিবর্ত হিসেবে মাঠে নামলেও রোনাল্ডো তেমন কোনও সুযোগ তৈরি করতে পারেননি। ম্যাচ শেষ হওয়ার আগে হলুদ কার্ড দেখেন তিনি।


নতুন ম্যানেজারের হাত ধরে ম্যান ইউয়ের ভাগ্যবদল হয় কি না, সেটাই এখন দেখার।