ম্যাঞ্চেস্টার: ইংলিশ প্রিমিয়ার লিগে নয়া নজির গড়ল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নয় গোলের ব্যবধানে সাদাম্পটনকে নয়-ছয় করে ইপিএলে সবথেকে বড় ব্যবধানে জয়ের নজির গড়ল ওলে গুনার সোলসায়ারের প্রশিক্ষণাধীন দল।
রেড ডেভিলসদের পক্ষে অ্যান্টনি মার্শিয়াল দুটি, মার্কাশ র্যাশফোর্ড, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফার্নান্ডেজ, অ্যারন ভ্যান-বিসাকা, এডিনসন কাভানি, ড্যানিয়েল জেমস একটি করে গোল করেন। অপর গোলটি জাঁ বেডানারেক-র আত্মঘাতী।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডর ঘরের মাঠ ওল্ড ট্যাফোর্ড পরিচিত থিয়েটার অফ ড্রিমস নামে। আর সেখানেই ফুটবল স্বপ্নের রাত উপহার দিলেন ইউনাইটেডের ফুটবলাররা।
১৯৯৫ সালে থিয়েটার ইফ ড্রিমসই প্রথমবার নয়-গোলের কীর্তি দেখেছিল। ইতিহাসে সর্বোচ্চ নয় গোলের ব্যবধানে জয় এর আগে দুবার সাক্ষী থেকেছে ইপিএল। ১৯৯৫ সালের ৪ মার্চ অ্যান্ডি কোলের পাঁচ গোলের সুবাদে ইপিএলের ১০৩ বছরের ইতিহাসে ইপসিচকে ৯-০ গোলে হারিয়েছিল অ্যালেক্স ফার্গুসনের প্রশিক্ষণাধীন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সেই ম্যাচে পল ইন্স ও রয় কিনও গোল পেয়েছিলেন।
২০১৯ সালে ফের একবার ৯ গোলের ব্যবধান দেখেছিল ইপিএল। আর দুর্ভাগ্যবশত সেবারও হারের লজ্জা সঙ্গী হয়েছিল সাদাম্পটনেরই। লেস্টার সিটি সেবার তাদের হারিয়েছিল। যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন জেমি ভার্ডি।
একঝলকে রইল ইপিএলে সর্বোচ্চ ব্যবধানে জয়ের নজিরগুলি
দিন ফলাফল
২ ফেব্রুয়ারি, ২০২১ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-৯ সাদাম্পটন-০
৪ মার্চ, ১৯৯৫ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-৯ ইপসিচ-০
২৫ অক্টোবর, ২০১৯ লেস্টার সিটি-৯ লেস্টার সিটি-০
১৯ সেপ্টেম্বর, ১৯৯৯ নিউক্যাসেল ইউনাইটেড-৮ শেফিল্ড-০
২২ নভেম্বর, ২০০৯ টটেনহ্যাম হটস্পার-৯ উইগান-১
৯ মে, ২০১০ চেলসি-৮ উইগান-০
১৮ অক্টোবর, ২০১৪ সাউদাম্পটন-৮ সাদারল্যান্ড-০
২১ সেপ্টেম্বর, ২০১৯ ম্যাঞ্চেস্টার সিটি-৮ ওয়াটফোর্ড-০
উল্লেখযোগ্যভাবে ১৯৯৫ সালে ১০৩ বছরের নজির ভেঙে ইপিএলে প্রথমবার নয় গোলের ব্যবধানে জিতলেও সেবার কিন্তু খেতাব জিততে পারেনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শেষপর্বে তাদের টেক্কা দিয়ে ইপিএল জিতে নিয়েছিল ব্ল্যাকবার্ন রোভার্স। এবারে নয় গোলের নজির গড়ে সেই ধারা ইউনাইটেড ঘোরাতে পারে কি না সেটাই দেখার।
এমনিতেই দীর্ঘদিন যাবৎ ইংল্যান্ডের সর্বোচ্চ ঘরোয়া ফুটবলে সেভাবে আগের দাপট দেখাতে ব্যর্থ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ২০১৩ সালে তারা শেষবার জিতেছিল ইপিএল। এবারে অবশ্য ওলে গুনার সোলসায়ারের দল বেশ ভালো ফুটবল মেলে ধরেছে। খেতাবের দাবিদারের দৌড়ে ভালোমতেই রয়েছে তারা।
MU vs Southampton: নয়া ‘৯’-র নজির ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের, ইপিএলে নতুন ইতিহাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Feb 2021 12:08 PM (IST)
নয় গোলের ব্যবধানে সাদাম্পটনকে নয়-ছয় করে ইপিএলে সবথেকে বড় ব্যবধানে জয়ের নজির গড়ল ওলে গুনার সোলসায়ারের প্রশিক্ষণাধীন দল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -