কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ খেলবে শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল। চলতি মাসের শুরুতেই নবান্ন থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দীর্ঘ সময়ের স্পনসর সমস্যার সমাধানও করে দিয়েছেন তিনি। যার ফলে আগামী মরসুমে আইএসএল-এ এটিকে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের ডার্বি এক কথায় নিশ্চিত।
২ সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই কলকাতা ময়দানে এল আরও এক শুভেচ্ছা বার্তা। ইস্টবেঙ্গল ক্লাবকে শতবর্ষের অভিনন্দনের সঙ্গে আইএসএল-এ সাফল্য কামনা করে চিঠি পাঠাল ব্রিটিশ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের সেক্রেটারি কল্যাণ মজুমদারকে উদ্দেশ্য করে লেখা ওই চিঠিতে রেড ডেভিলস-এর ট্যুর ডিরেক্টর ক্রিস্টোফার কোমেন লিখেছেন, “আমরা ইস্টবেঙ্গল ক্লাবের শতাব্দী প্রাচীন ইতিহাস ও তার রঙিন যাত্রাপথ সম্পর্কে অবগত। আগামী মরসুমে আইএসএল-এ নতুন পথ চলা শুরু হবে ইস্টবেঙ্গলের। অগ্রিম অভিনন্দন।”
প্রসঙ্গত, ময়দানে খবর ছিল ইস্টবেঙ্গলের সঙ্গে একটি ‘ফ্রেন্ডলি’ খেলবে ইস্টবেঙ্গল। সেই কারণেই কলকাতা এসে ক্লাব পরিদর্শন করে গিয়েছিল ব্রিটিশ ক্লাবের কর্তারা। যদিও করোনা পরিস্থিতিতে সেই ম্যাচ আর হয়নি। তবে ভবিষ্যতে এই ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত শীর্ষকর্তা দেবব্রত সরকারের। তাঁর কথায়, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাঁধার একটা পরিকল্পনা আমাদের ছিল। ফ্রেন্ডলি ম্যাচ দিয়েই সেটা শুরু করতে চেয়েছিলাম। তবে করোনার কারণে তা সম্ভব হয়নি।” আগামীতে কোনও সম্ভাবনা রয়েছে? লাল হলুদ কর্তার কথায়, “এসব ক্ষেত্রে সবসময় ধীরে ধীরে এগোতে হয়। নতুন কোম্পানির সঙ্গে কথা বার্তা বলতে হবে। তাঁরা কী বলছেন শুনতে হবে, তারপর সিদ্ধান্ত নেবে বোর্ড।”