ওল্ড ট্র্যাফোর্ড: ম্য়ান ইউতে তাঁর দুর্দান্ত প্রত্যাবর্তন হয়েছিল। প্রথম ম্যাচেই ২ গোল করেছিলেন। এরপরও জ্বলে উঠেছেন বারবার। কিন্তু অ্যাস্টন ভিলার বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার যেন নিজের ছন্দের ধারে কাছে ছিলেন না ক্রিশ্চিয়ানো রােনাল্ডাে। ফর্মে ছিলেন না তাঁর সতীর্থরাও। উল্টে শেষ মুহূর্তে গোল হজম করে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের ঘরের মাঠেই অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হারতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। 


এদিন প্রিমিয়ার লিগের ম্যাচে ওলে গুনার সোলস্কারের দল খেলতে নেমেছিল অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। তিন দিন আগেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হয়েছিল। এবার অ্যাস্টন ভিলার বিরুদ্ধেও হার হজম করতে হল রেড ডেভিলসদের। এদিন ম্যাচের অধিকাংশ সময় যদিও বল দখলে এগিয়ে ছিল ম্যান ইউই। ম্যাচে ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৮টি শট নেয় রেড ডেভিলসরা, যার ৪টি লক্ষ্যে। আর অ্যাস্টন ভিলার ৭ শটের ৩টি লক্ষ্যে ছিল। 


এদিন ম্যাচে একাদশে রোনাল্ডো ও পোগবা ২ তারকাকেই খেলিয়েছিলেন ওলে গুনার সোলস্কার। তবে এদিন একদমই ছন্দে পাওয়া যায়নি সি আর সেভেনকে। ফ্রি কিক থেকে বল উড়িয়ে দেন গ্যালারিতে। ম্যাচের ৬১ মিনিটের মাথায় ভাল একটি সুযোগ পেয়ে ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন পোগবা। দ্বিতীয় অর্ধের একবারে শেষ লগ্নে এসে গোল হজম করতে হয় ম্যান ইউকে। ৮৮ মিনিটের মাথায় কর্নার থেকে জোরালো হেডে বল জালে পাঠান অ্যাস্টন ভিলার কোর্টনি হাউস। তবুও সুযোগ ছিল ম্যান ইউয়ের সামনে। নিজেদের ডি বক্সে হ্যান্ডবল করে বসেন অ্যাস্টন ভিলার ডিফেন্ডার হাউস। পেনাল্টি পায় ম্য়ান ইউ। রোনাল্ডো নয়, স্পটকিক থেকে বল জালে জড়়ানোর সুযোগ ছিল ব্রুনো ফার্নান্ডেজের। কিন্তু পারলেন না পর্তুগিজ মিডিও। মিস করেন তিনি। 


আরও পড়ুন: "নিজেকে দারুণ ফিট রাখেন, ৪০ বছর বয়সেও রোনাল্ডো খেলে গেলে অবাক হব না"