ম্যাঞ্চেস্টার : ১২ বছর পর ওল্ড ট্রাফোর্ডে রাজার মতো প্রত্যাবর্তন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর । ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দ্বিতীয় পর্বে খেলা শুরু করে জোড়া গোল সি আর সেভেনের। বাকি দুই গোল ব্রুনো ফার্নান্ডেজ ও জেসি লিনগার্ডের। প্রিমিয়ার লিগে ৪-১ গোলে হারল নিউক্যাসল ইউনাইটেড।
নিজের পুরোনো ক্লাবের হয়ে ফের মাঠে নামার অপেক্ষা ছিলই। সেইমতোই ম্য়ান ইউতে প্রত্যাবর্তন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গতমাসেই জুভেন্তাস থেকে প্রত্যাবর্তন হয় সিআরসেভেনের। আজ নিউ ক্যাসেলের বিরুদ্ধে ম্যাচে তাঁকে দেখতে পাওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন ম্যান ইউ কোচ ওলে গুনার সোলস্কার। হলও তাই। শনিবার নিউক্যাসেলের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামলেন রোনাল্ডো। তাঁকে উল্লাস-ধ্বনিতে স্বাগত জানান সমর্থকরা। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন রোনাল্ডো। সেই কারণে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ত্যাগ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, দ্বিতীয় দফায় প্রিমিয়র লিগে ফিরে প্রিয় সাত নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা আগেই জানানো হয়েছিল। উল্লেখ্য, পাঁছবার ব্যালন ডি'ওর বিজেতা রোনাল্ডোর বিশ্বজোড়া খ্যাতির শুরু এই ক্লাবে থাকাকালীন সময় থেকেই। সেই সুনাম অব্যাহত রইল।
আরও পড়ুন ; ম্যান ইউর জার্সিতে ফের মাঠে নামছেন কবে রোনাল্ডো? ইঙ্গিত দিলেন সোলস্কার
হাফ টাইমের মধ্যেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোলটি করে ফেলেন পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো। যদিও সেকেন্ড হাফের শুরুতেই গোল করে নিউক্যাসেলকে ম্যাচে ফিরিয়ে আনেন জেভিয়ার ম্যানকুইলো। টান টান ম্যাচ উপভোগ করেন দর্শকরা। যদিও কয়েক মিনিটের মধ্যেই ফের ব্যবধান-সূচক গোল করে ফেলেন সি আর সেভেন। ৮০ মিনিটের মাথায় ফের গোল ম্যাঞ্চেস্টারের। তবে, এবার গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ। ম্যাঞ্চেস্টারের হয়ে শেষ তথা চতুর্থ গোলটি করেন জেসি লিনগার্ড।
আরও পড়ুন ; ফার্স্ট হাফেই গোল, ম্যান ইউতে রাজকীয় প্রত্যাবর্তন সি আর সেভেনের