ম্যাঞ্চেস্টার: ম্য়ান ইউতে প্রত্যাবর্তন করেছেন ক্রিশ্চিয়ানো রােনাল্ডো। অনুশীলনেও নেমে পড়েছেন পুরােদমে। কিন্তু এখনও মাঠে নামার সুযোগ হয়নি। তাহলে কবে নামছেন রোনাল্ডো ম্যান ইউর জার্সিতে ফের? আজ নিউ ক্যাসেলের বিরুদ্ধে খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। আর সেই ম্যাচেই সি আর সেভেনকে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। আর সেই বিষয় স্বয়ং ইঙ্গিত দিয়েছেন ম্যান ইউ কোচ ওলে গুনার সোলস্কার।


নিজের পছন্দের সাত নম্বর জার্সিতে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্য়স্ত রোনাল্ডো। এবার শুধু নিজের পুরোনো ক্লাবের হয়ে ফের মাঠে নামার অপেক্ষা। নিউ ক্যাসেলের বিরুদ্ধে ম্যাচের শুরু থেকে হয়ত দেখতে পাওয়া যাবে না সি আর সেভেনকে। সোলস্কার বলেন, 'জুভেন্তাসের হয়ে ওর প্রাক মরসুমটা যথেষ্ট ভালো কেটেছে। পাশাপাশি জাতীয় দলের হয়েও ওকে খেলতে দেখা গিয়েছে। আমাদের সঙ্গেও গত ২ সপ্তাহ ও যথেষ্ট ভালো সময় কাটিয়েছে। আশা করছি, ওকে এবার শীঘ্রই মাঠে দেখতে পাওয়া যাবে। ওকে আমি কখন খেলাব আর কখন খেলাব না, সেটা ও খুব ভালো করেই জানে। যে কোনও ফুটবলারই চায় কোনও ম্যাচে যতটা সম্ভব বেশি সময় মাঠে কাটাতে। ও সেটাই চাইবে।' 


উল্লেখ্য, ম্যাঞ্চেস্টারে ফিরে সিআর সেভেন তকমা খোয়াতে হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। দ্বিতীয় দফায় প্রিমিয়র লিগে ফিরে প্রিয় সাত নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হল। ক্লাবের তরফে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পর বিখ্যাত সাত নম্বর জার্সিই পরবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ মহাতারকা প্রথম দফায় ঐতিহাসিক এই জার্সি পরেই ম্যান ইউয়ে খেলতেন। আরও একবার রোনাল্ডোর পিঠে সেই নম্বরই দেখা যাবে।’


ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে গত মরসুম থেকেই উরুগুয়ের তারকা এডিনসন কাভানি সাত নম্বর জার্সি পরে মাঠে নামছেন। তাই এবার শেষ মুহূর্তে রোনাল্ডো ক্লাবে ফিরলেও সংশয় ছিল তাঁর সাত নম্বর জার্সি ফিরে পাওয়া নিয়ে। কাভানি নিজে যদিও রোনাল্ডোর জন্য সাত নম্বর জার্সি ছাড়তে প্রস্তুত ছিলেন।