অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজের প্রথম ম্যাচে মাত্র এক রানে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে পরের দু’টি ম্যাচই জিতে নিয়ে সিরিজ দখল করল ভারতের মহিলা দল। তৃতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেল মিতালি রাজের দল। এবার দু’দল পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে।

সিরিজ নির্ধারক ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৯৪ রান করে। সর্বোচ্চ ৭৯ রান করেন অধিনায়ক স্টেফানি টেলর। ভারতের হয়ে ঝুলন গোস্বামী ও পুনম যাদব দু’টি করে উইকেট নেন। ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধনা (৭৪) ও জেমিমা রডরিগেজ (৬৯) দলকে জয়ের দিকে এগিয়ে দেন। পুনম রাউত (২৪) ও মিতালি (২০) বাকি কাজটা সমাপ্ত করেন।