নয়াদিল্লি: ইতিহাস গড়লেন মণীশা কল্যান (Manisha Kalyan)। একদিকে যখন ফিফার নির্বাসনের খাঁড়া নেমে এসেছে ভারতীয় ফুটবলের ওপর, তখনই ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসাবে গড়ে ফেললেন অনন্য এক কীর্তি। ভারতীয় প্রথম মহিলা ফুটবলার হিসাবে খেলে ফেললেন মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগ।


সাইপ্রাসের ক্লাব আপোলন লেডিজের হয়ে খেলেন মনীষা। বৃহস্পতিবার মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাঁদের খেলা ছিল লাটভিয়ার রিগাসের বিরুদ্ধে। সেই ম্যাচে আপোলন জেতে ৩-০ ব্যবধানে। মনীশা এক ঘণ্টার মাথায় পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামেন। তিনি মাঠে নামতেই তৈরি হল ইতিহাস। মারিলেনা জর্জিউয়ের বিরুদ্ধে যখন মনীষা নামেন, তখন দল ২-০ এগিয়েছিল। আপোলনের হয়ে তৃতীয় গোল করেন এলশাদাই আচিম্পং। এই এলশাদাই গোকুলম কেরলের জার্সিতে আগে খেলেছেন মনীশার সঙ্গে।


গোকুলম কেরলও তাসখন্দে এএফসি উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল। কিন্তু ফিফার নির্বাসন থাকায় দেশে ফিরতে হচ্ছে তাদের। ২০ বছরের মনীশা ভারতের চতুর্থ মহিলা ফুটবলার হিসেবে বিদেশের ক্লাবে সই করেছেন। ভারতে মহিলাদের লিগে গোকুলমের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলের হয়েও নজরকাড়া ফুটবল উপহার দিয়েছেন স্ট্রাইকার মনীশা। গোকুলমের দ্বিতীয় মহিলা ফুটবলার হিসেবে তিনি বিদেশের ক্লাবে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে, গ্রেস ডেঙ্গমেই উজবেকিস্তানের এফসি নাসাফে সই করেছেন। অ্যাপোলনের পরবর্তী ম্যাচ রয়েছে ২১ অগাস্ট এফসি জুরিখ ফ্রয়েনের বিরুদ্ধে।


 






গতকালের ম্যাচে মনীশা ৬০ মিনিটে মাঠে নামার পর বাকি ৩০ মিনিটে দলের হয়ে চারটি কর্নার কিক মারেন ১২ নম্বর জার্সিধারী মনীষা। তিনি প্রথম ভারতীয় ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। তিনি এর আগে নরওয়ের ক্লাবের হয়ে ইউরোপা লিগের যোগ্যতা অর্জন ম্যাচ খেলেছিলেন। যদিও ইউরোপীয় ফুটবলে ইউরোপা লিগ রয়েছে দ্বিতীয় স্থানে। ইউরোপে খেলতে গিয়ে মনীশা যে নজির গড়েছেন তাতে উচ্চকণ্ঠে মনীষার প্রশংসা প্রাপ্য বলে মন্তব্য করেছেন গুরপ্রীত।


আরও পড়ুন: শৃঙ্গজয়ের ৩ মাস পর পেলেন সার্টিফিকেট, স্বস্তি পেলেও এভারেস্টজয়ী পিয়ালির কাঁটা ঋণের বোঝা