নয়াদিল্লি: আসন্ন কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতীয় হকি দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে মনপ্রীত সিংহকে। হরমনপ্রীত সিংহকে (Harmanpreet Singh) সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে। উল্লেখ্য, আগামী ২৯ জুলাই থেকে বার্মিংহ্যামে (Birmingham) শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। পুল বি-তে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, কানাডা, ওয়েলস ও ঘানা। আগামী ৩১ জুলাই ঘানার বিরুদ্ধে নিজেদের কমনওয়েলথ গেমসের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় হকি দল (Indian Hockey Team)।
টোকিওতেও নেতৃত্বে ছিলেন মনপ্রীত
গত বছর টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) ইতিহাস গড়েছিল ভারতীয় হকি দল। ব্রোঞ্জ জিতেছিল তারা। প্রায় চার দশক পরে অলিম্পিক্সের মঞ্চে পদক জেতে ভারতীয় হকি দল। সেই টুর্নামেন্টেও ভারতীয় দলের অধিনায়ক ছিলেন মনপ্রীত সিংহ। ডেপুটি হিসেবে ছিলেন হরমনপ্রীতই। উল্লেখ্য, হকি প্রো লিগে হরমনপ্রীত সিংহ ছিলেন সর্বোচ্চ গোলদাতা। এবার কমনওয়েলথ গেমসেও তাঁর দিকে তাকিয়ে থাকবে দল।
অলিম্পিক্সে ভারতের ঝুলিতে পদক এসেছিল হকিতেও। হকিতে ব্রোঞ্জ জিতেছে পুরুষ হকি দলের। ৪১ বছর পর অলিম্পিক্স হকিতে পদক এসেছে ভারতের। জার্মানিকে হারিয়েছে তারা ৫-৪ গোলে। পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করেছে ভারতীয় দল। সিমরনজিতের জোড়া গোল। একটি করে গোল করেন হার্দিক সিংহ, রুপিন্দর পাল সিংহ, হরমনপ্রীত।
টোকিও অলিম্পিক্সের আগে ১৯৮০ সালে অলিম্পিক্স থেকে শেষবার পদক জিতেছিল ভারত। সেবার সোনা এসেছিল ঘরে। ১৯৭২ সালের অলিম্পিক্সে শেষবার ব্রোঞ্জ জিতেছিল ভারতীয় হকি দল। টোকিও অলিম্পিক্সে ইতিহাস রচনা করে মাঠেই কেঁদে ফেলেছিলেন ভারতীয় হকি তারকারা। ৪৯ বছর পর অলিম্পিক্স হকির সেমিফাইনালে পৌঁছে আগেই ইতিহাস রচনা করেছিল ভারত। বেলজিয়ামের বিরুদ্ধে শেষ চারের মোকাবিলা হেরে গেলেও অবশেষে তৃতীয় স্থানে থেকে টোকিও অভিযান শেষ করেন মনপ্রীতরা সিংহরা।
আরও পড়ুন: করোনা আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিন, যেতে পারলেন না ইংল্যান্ডে