নয়াদিল্লি: অলিম্পিক্সে এর আগে কোনও ভারতীয় যা করে দেখাতে পারেননি, ঠিক সেটাই করেছেন মনু ভাকের (Manu Bhaker)। তরুণ ভারতীয় শ্যুটার এক অলিম্পিক্সে প্রথম ভারতীয় হিসাবে জোড়া পদক জিতে নিয়েছেন। তারপর থেকে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। অলিম্পিক্স পদকজয়ী কিন্তু গোটা দেশের মতোই ক্রিকেটপ্রেমী। তাঁর পছন্দের ক্রিকেটার কারা?


অলিম্পিক্সে অভাবনীয় সাফল্যের পর বিজ্ঞাপন দুনিয়া থেকে বিভিন্ন ম্যাগাজিনের কভার, মনু ভাকের সর্বত্রই বিরাজমান। হুড়মুড়িয়ে বেড়েছে তাঁর জনপ্রিয়তাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনু ভাকেরকে প্রশ্ন করা হয়, তিনি সুযোগ পেলে কোন ক্রীড়াবিদের সঙ্গে সময় কাটাতে চান। মনু বিশ্বের দ্রুততম মানুষ হিসাবে পরিচিত, অলিম্পিক্স কিংবদন্তি উইসেন বোল্টকে বেছে নেন। তিনি বলেন, 'আমি বেশ কয়েকজনের কথা বলব। উসেইন বোল্ট তাঁদের মধ্যে অন্যতম। আমি বহুবার ওঁর বই পড়েছি এবং ওঁর সফর সম্পর্কে অবগত। ওঁর প্রচুর সাক্ষাৎকারও দেখেছি।'


আন্তর্জাতিক ক্ষেত্রে পছন্দের ক্রীড়াবিদ হিসাবে বোল্টকে বেছে নিলেও, ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে কিন্তু মনুর পছন্দ তিন ক্রিকেট তারকা। 'ভারতের ক্ষেত্রে বলতে গেলে আমি সচিন তেন্ডুলকর, (মহেন্দ্র সিংহ) ধোনি স্যর এবং বিরাট কোহলিকে বাছব। ওঁদের কারুর সঙ্গে যদি এক ঘণ্টাও কাটাতে পারি, তাহলে সেটা আমার কাছে পরম সৌভাগ্যের হবে।' বলেন অলিম্পিক্স পদকজয়ী।


বিরাটদের সঙ্গে এখনও দেখা হয়নি। তবে ভারতীয় অধিনায়কের সঙ্গে কিন্তু দেখা করে ফেললেন মনু। সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়ায় মনু ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। দুই তারকাকে একে অপরের খেলার স্টান্সে দেখা যায়। মনু যেখানে কাল্পনিক ব্যাটিং স্টান্স নেন, সেখানে সূর্য সার্পশ্যুটারের পোজ় দেন। মনু সেই ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'নতুন এক ধরনের খেলার না না টেকনিক শিখছি ভারতের মিস্টার ৩৬০-র থেকে।'   


 






অলিম্পিক্সের পর মনুর সম্পত্তির পরিমাণও চড়চড়িয়ে বেড়েছে। প্যারিসে সাফল্যের আগে যেখানে মনুর সম্পত্তির পরিমাণ ছিল ৬০ লক্ষের আশেপাশে, সেখানে বর্তমানে প্রায় সাড়ে ১১ কোটি টাকা বেড়ে, তা ১২ কোটির আশেপাশে গিয়ে দাঁড়িয়েছে। সবমিলিয়ে তিনি যে জনপ্রিয়তার শিখরে, তা বলাই বাহুল্য।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন:'রুম শেয়ার থেকে মাঠে অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নেওয়া...' শিখর ধবনের অবসরে রোহিতের আবেগঘন পোস্ট