নয়াদিল্লি: ফের আন্তর্জাতিক মঞ্চে সাফল্য ১৭ বছরের শুটার মনু ভাকেরের। চিনের পুতিয়ান শহরে শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন এই তরুণী। তিনি ২৪৪.৭ স্কোর করে জুনিয়র বিশ্বরেকর্ড ভেঙে দেন। ২৪১.৯ স্কোর করে রুপো পান সার্বিয়ার জোরানা অরুনোভিচ। ব্রোঞ্জ পেয়েছেন চিনের কুইয়ান ওয়াং। ভারতের অপর প্রতিযোগী যশস্বী সিংহ দেশোয়াল ষষ্ঠ স্থানে শেষ করেন।

এর আগে প্রথম ভারতীয় হিসেবে শুটিং বিশ্বকাপে সোনা পেয়েছিলেন হিনা সিন্ধু। এবার মনুও সোনা পেলেন। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছেন ভারতের অভিষেক বর্মা ও সৌরভ চৌধুরী। ফলে ভারতের ঝুলিতে আরও পদক আসতে পারে।