এর আগে প্রথম ভারতীয় হিসেবে শুটিং বিশ্বকাপে সোনা পেয়েছিলেন হিনা সিন্ধু। এবার মনুও সোনা পেলেন। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছেন ভারতের অভিষেক বর্মা ও সৌরভ চৌধুরী। ফলে ভারতের ঝুলিতে আরও পদক আসতে পারে। ছবি সৌজন্যে ট্যুইটার
এর আগে প্রথম ভারতীয় হিসেবে শুটিং বিশ্বকাপে সোনা পেয়েছিলেন হিনা সিন্ধু। এবার মনুও সোনা পেলেন। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠেছেন ভারতের অভিষেক বর্মা ও সৌরভ চৌধুরী। ফলে ভারতের ঝুলিতে আরও পদক আসতে পারে।