চণ্ডীগড়: কমনওয়েলথ গেমসের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছে তাঁর ১৬ বছরের মেয়ে। মনু ভাকরের বাবা রাম কিষাণ ভাকর জানাচ্ছেন, মেয়ের সাফল্যের ব্যাপারে নিশ্চিত ছিলেন তিনি।

রাম কিষাণ বলেছেন, কোনও টুর্নামেন্টে গিয়ে তাঁর মেয়ে কখনও খালি হাতে ফেরেনি, সে অভ্যেসই তার নেই। জয়ের পর তা নিয়ে দেমাক করা সহজ। কিন্তু প্রকৃত ঘটনা হল, যতগুলি টুর্নামেন্টে মনু অংশ নিয়েছে, সবগুলিতেই সাফল্য পেয়েছে সে, তা সে স্কুলেই হোক বা জাতীয় পর্যায়ে।

এ বছরই মেক্সিকোয় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া মনুর গর্বিত বাবা জানিয়েছেন, তিনি সব সময় মেয়েকে বলে এসেছেন, খেলা উপভোগ করতে, সে ফল যা-ই হোক। এবারেও অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসে যাওয়ার আগে তিনি মনুকে বলেন, নিজের খেলা থেকে আনন্দ পেতে, ফল নিয়ে চিন্তা না করতে। হারজিত সব কিছুই তো খেলার অংশ।

তাঁর কিশোরী মেয়েও কখনও চাপ নেয় না, খোলা মনে খেলে বলে জানিয়েছেন রাম কিষাণ। গোটা ম্যাচের বদলে সে শুধু মনঃসংযোগ করে এক একটি শটের ওপর। প্রতিটি শট চেষ্টা করে আগেরবারের থেকে ভাল করতে।

মনু ফিরলে গ্রামের বাড়ি হরিয়ানার গোরিয়ায় প্রচুর হইচই হবে বলে তিনি জানিয়েছেন।