চণ্ডীগড়: যুবরাজ সিংহকে পিছন থেকে ছুরি মেরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি, এমনকী, বিরাট কোহলিও! এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন যোগরাজ সিংহ।


যুবরাজ কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তিনি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে যতটা সাহায্য আর উৎসাহ পেয়েছিলেন, মহেন্দ্র সিংহ ধোনি বা বিরাট কোহলির কাছে তা পাননি।

সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া চাওয়া হলে যোগরাজ বলেন, ‘ওই দুজন (ধোনি ও কোহলি) তো বটেই, নির্বাচকেরাও যুবির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। কিছুদিন আগে রবির (শাস্ত্রী) সঙ্গে দেখা হল। আমার সঙ্গে ছবি তুলল। পরে ওকে ফোন করে বলেছিলাম যে, প্রত্যেক মহান ক্রিকেটারের একটা সঠিক বিদায় প্রাপ্য। যখন ধোনি, কোহলি বা রোহিত শর্মা অবসর নেবে, আমি বোর্ডকে অনুরোধ করব সঠিকভাবে বিদায় জানানোর জন্য। কারণ ভারতীয় ক্রিকেটকে ওরা অনেক কিছু দিয়েছে।’

নির্বাচকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন যোগরাজ। বিশেষ করে শরণদীপ সিংহের ওপর ক্ষুব্ধ তিনি। যোগরাজের অভিযোগ, যুবরাজকে দল থেকে বাদ দেওয়ার জন্য বারবার জোর করত শরণদীপ। ‘জাতীয় নির্বাচক শরণদীপ সিংহ নির্বাচনী বৈঠকে গিয়ে যুবরাজকে বাদ দেওয়ার কথা বলত। যারা ক্রিকেটের অআকখ জানে না, তাদের নির্বাচকের দায়িত্ব দেওয়া হলে এর চেয়ে বেশি কী আশা করা যেতে পারে,’ বলেছেন ক্ষুব্ধ যোগরাজ। যোগ করেছেন, ‘আমি তো এ-ও শুনেছি কোনও একটা নির্বাচনী বৈঠকে বলা হয়েছিল সুরেশ রায়না দলে থাকতে আবার যুবরাজকে রাখার কী দরকার। যুবরাজ নিজেও এ কথা বলেছে।’