মুম্বই:  আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তার গ্রাফ উর্দ্ধমুখী।  ক্রিকেট বিশ্বে নিজেকে প্রথমসারির ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কোহলি। মাঠে অন্যতম ফিট অ্যাথলিট হিসেবেও গন্য করা হয় তাঁকে। তাঁর ফ্যান ফলোয়ার প্রচুর। সোশ্যাল মিডিয়া রীতিমতো সক্রিয় কোহলি। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফিটনেস ও ফ্যাশন নিয়ে ঝরে পড়ে প্রশংসা। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা দেড় কোটি। ট্যুইটারে এই সংখ্যা ২ কোটি আর ফেসবুকে তা ৩.৬ কোটি।


ক্রিকেটাররা  বেশির ভাগ সময় অনুশীলন, সফরে ব্যস্ত থাকেন। তাই তাঁদের অনেকেই সাধারণত তাঁদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে ইউজারদের সঙ্গে যোগাযোগ রক্ষার ভার কোনও সংস্থার হাতেই ছেড়ে দেন।

ইন্সটাগ্রামের প্রত্যেক পোস্টের জন্য কোহলির আয় ৩.২ কোটি টাকা। একই পরিমাণ আয় হয় পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও। এই তালিকায় শীর্ষে কমেডিয়ান কেভিন হার্ট। প্রতি পোস্টে তাঁর আয় ৬.৪ কোটি টাকা। ফোর্বস-এর একটি রিপোর্টে এ কথা জানানো হয়েছে।

২০১৭-তে কোহলির ব্র্যান্ড এনডোর্সমেন্ট চুক্তি ১৪১.৩ কোটি টাকা বলে জানা গেছে। এরমধ্যে ১২২ কোটি টাকা এনডোর্সমেন্ট বাবদ।

ফোর্বস তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে অ্যাথলিটের তালিকায় ১০০ জনের মধ্যে একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন কোহলি। মোস্ট মার্কেটেবেল অ্যাথলিটের তালিকায় কোহলি ফুটবল তারকা লিওনেল মেসিকে টপকে গিয়েছেন।

সম্প্রতি একদিনের ক্রিকেটে সেঞ্চুরি সংখ্যায় প্রাক্তন অসি অধিনায়ককে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কোহলি। তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুত ৯০০০ রানের কৃতিত্বও তাঁর দখলে। অধিনায়ক হিসেবে এখনও তিনি কোনও দ্বিপাক্ষিক সিরিজে হারেননি।