২০০৯ অভিষেক হওয়ার পর অকল্যান্ডে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩ তম টি ২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন গাপ্তিল। সেইসঙ্গে টি ২- তে দ্রুত সেঞ্চুরি করার ক্ষেত্রেও ম্যাকুলামকে পিছনে ফেললেন তিনি।
২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে ৭১টি টি ২০ ম্যাচে মোট ২১৪০ রান করেছেন ম্যাকুলাম। রয়েছে দুটি সেঞ্চুরি ও ১৩ টি হাফসেঞ্চুরি।
ম্যাকুলামকে টপকে এদিন টি ২০ তে সর্বাধিক ২,১৮৮ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারি হলেন গাপ্তিল। এই তালিকায় ১,৯৫৬ রান সংগ্রহ করে তৃতীয় স্থানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
গাপ্তিলের এদিনের ইনিংস সাজানো ছিল চারটি চার ও নয়টি ছয়। স্ট্রাইক রেট ১৯৪.৪৪।