অকল্যান্ড: ৪৯ বলে দুরন্ত সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিধ্বংসী ওপেনার মার্টিন গাপ্তিলের। টি ২০ ট্রাই সিরিজে অস্ট্রেলিয়ার সামনে তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে নিউজিল্যান্ড ২৪৪ রানের লক্ষ্যমাত্রা রাখে। শেষপর্যন্ত ৪৫ বলে ১০৫ রান করে আউট হন গাপ্তিল। এই ইনিংসের সৌজন্য নিজের দেশের প্রাক্তন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকুলামকে টপকে টি ২০ তে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন গাপ্তিল।
২০০৯ অভিষেক হওয়ার পর অকল্যান্ডে নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৭৩ তম টি ২০ ম্যাচে এই রেকর্ড গড়লেন গাপ্তিল। সেইসঙ্গে টি ২- তে দ্রুত সেঞ্চুরি করার ক্ষেত্রেও ম্যাকুলামকে পিছনে ফেললেন তিনি।
২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত আন্তর্জাতিক কেরিয়ারে ৭১টি টি ২০ ম্যাচে মোট ২১৪০ রান করেছেন ম্যাকুলাম। রয়েছে দুটি সেঞ্চুরি ও ১৩ টি হাফসেঞ্চুরি।







ম্যাকুলামকে টপকে এদিন টি ২০ তে সর্বাধিক ২,১৮৮ রান সংগ্রহের কৃতিত্বের অধিকারি হলেন গাপ্তিল। এই তালিকায় ১,৯৫৬ রান সংগ্রহ করে তৃতীয় স্থানে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
গাপ্তিলের এদিনের ইনিংস সাজানো ছিল চারটি চার ও নয়টি ছয়। স্ট্রাইক রেট ১৯৪.৪৪।