দীপাবলির আগে থাকতেই দিল্লিতে বায়ুদূষণ বাড়ছিল। দীপাবলির পর দূষণের মাত্রা বেড়েছে। এই পরিস্থিতিতে দিল্লি থেকে ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানান পরিবেশ আন্দোলনকর্মীরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীরও দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, দূষণ না কমা পর্যন্ত দিল্লিতে কোনও ম্যাচই হওয়া উচিত নয়। খেলা বন্ধ রাখা হোক। তবে আজ বিসিসিআই সভাপতি জানিয়ে দিলেন, দিল্লি থেকে ম্যাচ সরছে না।