সাউদাম্পটন: বিশ্বকাপ শুরু হতে আর এক সপ্তাহ বাকি। সব দলই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। ক্রিকেটাররাও নিজেদের লক্ষ্য স্থির করছেন। অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েলও নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন। তিনি এবারের বিশ্বকাপে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সাফল্য পেতে চাইছেন।

মারকুটে ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ম্যাক্সওয়েল। পাশাপাশি তিনি অফস্পিন বোলিংও করেন। সম্প্রতি অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত বোলিং করছেন এই ক্রিকেটার। স্টিভ স্মিথ অধিনায়ক থাকার সময় প্রতি ম্যাচে গড়ে ২.৪ ওভার করে বল করার সুযোগ পেলেও, অ্যারন ফিঞ্চ দায়িত্ব নেওয়ার পর ম্যাচপিছু গড়ে পাঁচ ওভার করে বল করছেন ম্যাক্সওয়েল। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সফরে তিনটি একদিনের ম্যাচে পুরো ১০ ওভার বল করেন তিনি। সেই কারণেই তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের বোলিং নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, ‘দলে আমার ভূমিকা স্পষ্ট হয়ে গিয়েছে। দুবাই ও ভারতে আমি বোলিং করেছি। কয়েক ওভার বেশি বল করার সুযোগ পেয়ে আমি ধারাবাহিকতা দেখাতে পারছি। ল্যাঙ্কাশায়ারে আমি দীর্ঘসময় ধরে বোলিং ক্রিজে সময় কাটিয়ে ছন্দ পেয়েছি। পার্ট-টাইম বোলারের ধারাবাহিকতা থাকা জরুরি। আমি বল করার সময় বাউন্ডারি আটকানোর চেষ্টা করি।’