মেলবোর্ন: অভিষেক টেস্টে অনবদ্য সেঞ্চুরি করে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়েছেন ভারতীয় দলের ওপেনার ময়াঙ্ক আগরওয়াল। ওপেনিং জুটি নিয়ে অধিনায়ক বিরাট কোহলির মাথাব্যথা অনেকটাই কমিয়ে দিলেন ময়াঙ্ক। কারণ, লোকেশ রাহুল ও মুরলী বিজয়ের ওপেনিং জুটির ধারাবাহিক ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। ওই দুজনের বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে নয়া ওপেনিং জুটি নিয়ে নেমেছে ভারত। ওপেনার হিসেবে অভিষেক টেস্টে একটা বড় নজির গড়লেন ময়াঙ্ক।


অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক টেস্টে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে অর্ধশতরানের ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন ময়াঙ্ক। এর আগে ১৯৪৭-এ অস্ট্রেলিয়ায় অভিষেক টেস্টে ৫১ রানের ইনিংস খেলেছিলেন দাত্তু ফাদকর।এর ৭১ বছর পর একই কৃতিত্ব অর্জন করলেন ময়াঙ্ক।

অন্যদিকে, সপ্তম ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে অর্ধশতরান করলেন ময়াঙ্ক।

১৬১ বলে ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেছেন ময়াঙ্ক। তাঁর ইনিংসে রয়েছে আটটি চার ও একটি ওভার বাউন্ডারি। ৯৫ বলে অর্ধশতরান সম্পূর্ণ করেন তিনি।

বক্সিং ডে টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন ময়াঙ্কের সঙ্গে ওপেন করতে নামেন হনুমা বিহারি।  যদিও হনুমা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তবে তার আগে অজি বোলারদের প্রাথমিক আক্রমণটা সামলে দেন তিনি। ৬৬ বলে ৮ রান করে আউট হন হনুমা।

স্টপ গ্যাপ ওপেনার হনুমার সঙ্গে ময়াঙ্কের জুটিতে ৪০ রান যোগ হয়। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে ৮৩ রান যোগ করেন ময়াঙ্ক।

দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ২১৫। ক্রিজে রয়েছেন পূজারা ও কোহলি।