মেলবোর্ন: কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা ক্রিকেটের ইতিহাসে অন্যতম কালো অধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই টেস্টে শিরিষ কাগজ দিয়ে বলের পালিশ তুলতে দেখা গিয়েছিল অজি খেলোয়াড় ক্যামেরন ব্যানক্রফ্টকে। বল বিকৃতিকাণ্ডে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের জন্য নির্বাসিত করে তত্কালিন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নারকে। নয় মাসের জন্য নির্বাসিত হন ব্যানক্রফটও।এবার সেই ব্যানক্রফ্ট জানালেন, তাঁকে বল বিকৃতির জন্য উস্কেছিলেন ওয়ার্নার। দলে ‘গুরুত্ব পেতে’ এবং ‘মানিয়ে নিতে’ চেয়েছিলেন তিনি। এ জন্য ওয়ার্নারের নির্দেশ পালন করতে পিছপা হননি বলে জানিয়েছেন ব্যানক্রফ্ট।
একটি সাক্ষাত্কারে ব্যানক্রফ্ট বলেছেন, ‘ডেভই আমাকে এটা করতে বলেছিল। ম্যাচে তখন আমাদের যা অবস্থা ছিল, তার পরিপ্রেক্ষিতেই এটা বলেছিল। আমি আর কিছু জানি না। কারণ, আমি দলের সঙ্গে মানিয়ে নিতে চাইছিলাম, নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে চাইছিলাম’।
তবে তিনি পরিস্থিতির শিকার হয়েছিলেন , এমন মনে করছেন না ব্যানক্রফ্ট। তিনি বলেছেন, তাঁর কাছে অন্য সিদ্ধান্ত গ্রহণের সুযোগ ছিল। কিন্তু তিনি বড়সড় ভুল করে বসলেন।
ওয়ার্নারের প্রস্তাব না মানলে কী হত, তা নিয়ে আত্মসমীক্ষা করতে গিয়ে ব্যানক্রফ্ট বলেছেন, তখন তাঁর মনে হত যে, তিনি হয়ত নিজের আগে দলের স্বার্থকে রাখতে পারেননি।