মেলবোর্ন: ওপেনিং জুটি বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্নে চলতি সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত। বক্সিং ডে টেস্টে টসে জিতে ব্যাটিং করছে বিরাট কোহলির দল। প্রথম ঘন্টার খেলা দেখে মনে হচ্ছিল, ভারতীয় দল তাদের বড় একটা সমস্যার সমাধান পেয়ে গিয়েছে।কারণ, সিরিজের প্রথম দুটি টেস্টেই ওপেনারদের ব্যর্থতা ভারতীয় দলকে ভুগিয়েছে। আজ ভারতের ইনিংসের সূচনা করেন অভিষেককারী ময়াঙ্ক আগরওয়াল ও হনুমা বিহারি।
ময়াঙ্কের সঙ্গে স্টপ গ্যাপ ওপেনার হনুমাকেও যথেষ্ট আত্মবিশ্বাসী লেগেছে। তবে অভিষেক টেস্টেই ময়াঙ্ক নজর কেড়ে নিয়েছেন। ময়াঙ্ক ৭৬ রানের দুরন্ত ইনিংস খেলেন।
তাঁর ৬৬ বলের ইনিংসে হনুমার ব্যাটিংয়ে ছিল পর্যাপ্ত সংযম ও ভারসাম্য। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পেস বোলিং আক্রমণ বেশ ভালোই সামলাচ্ছিলেন তিনি। কিন্তু প্যাট কামিন্সের একটা দুরন্ত বাউন্সার তাঁর লড়াই থামিয়ে দিল। ৮ রানে আউট হলেন তিনি।
ইনিংসের ১৯ তম ওভারে কামিন্সের বাউন্সার হতচকিত করে দেয় হনুমাকে। বল থেকে চোখ সরিয়ে নেন তিনি। বল তাঁর গ্লাভসে লেগে দ্বিতীয় স্লিপে উড়ে যায়। অ্যারণ ফিঞ্চ ওই সহজ ক্যাচ ধরতে ভুল করেননি।





এভাবে দিনের প্রথম সাফল্য পায় অস্ট্রেলিয়া।
৪০ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয়।