মুম্বই: শিখর ধবন চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে ভারতের ওয়ান ডে দলে সুযোগ পেলেন ময়ঙ্ক অগ্রবাল। টেস্টে দুরন্ত পারফরম্যান্সের জন্যই পুরস্কৃত হলেন কর্নাটকের ক্রিকেটার।

সুরাতে মহারাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন হাঁটুতে চোট পেয়েছিলেন ধবন। তাঁর হাঁটুতে গভীর ক্ষত হয়েছিল। তাঁর ক্ষতস্থানের সেলাই কাটা হলেও বোর্ডের মেডিক্যাল টিমের মনে হয়েছে যে, সম্পূর্ণ সেরে উঠতে আরও সময় লাগবে দিল্লির বাঁহাতি ওপেনারের। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ধবন।

তাঁর পরিবর্তে শুক্রবার ময়ঙ্ককে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।