নয়াদিল্লি: আইপিএলের একাদশ মরশুমের নিলাম শেষ হয়েছে। শেষ দিনে বেশ কয়েকজন খেলোয়াড় ক্রেতাই পাননি। আবার কয়েকজন শেষপর্যন্ত দল পেয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইল। নিলামের দ্বিতীয় দিনে তাঁকে দলে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। প্রথম দিন আনসোল্ড ছিলেন গেইল। গেইল ছাড়াও প্রথম দিনের নিলামে আনসোল্ড থাকা আর একজন ক্রিকেটারকে কিনেছে পঞ্জাব। ওই ক্রিকেটারের নাম ময়াঙ্ক ডাগর। বেস প্রাইজ ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছে প্রীতি জিন্টার দল।
অনূর্দ্ধ ১৯ ঘরোয়া ক্রিকেটে নিজের পারফরম্যান্সে নজর কেড়েছেন ময়াঙ্ক। প্রথম দিন আনসোল্ড থাকার পর দ্বিতীয় দিন তাঁকে যে পঞ্জাব দল কিনল সেই দলের মেন্টর বীরেন্দ্র সহবাগ। ময়াঙ্ক সম্পর্কে সহবাগের ভাগ্নে।

খেলা ছাড়াও তাঁর লুকের জন্যও পরিচিত ময়াঙ্ক। এ ব্যাপারে তাঁর সঙ্গে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়। স্টাইলের ক্ষেত্রে কোহলির চেয়ে কোনও অংশ কম যান না তিনি।
সোশ্যাল মিডিয়ায় তাঁর যথেষ্ট ফ্যান ফলোয়ারও রয়েছে। ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা ৭৫ হাজারের বেশি।