নয়াদিল্লি: মাত্র ২৬ বছর বয়সেই কি ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল খেলা ছেড়ে দিতে বাধ্য হবেন? এই হায়দরাবাদি শাটলার নিজে তেমনই আশঙ্কা করছেন। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন সাইনা।


হাঁটুতে মারাত্মক চোট পেয়ে রিও অলিম্পিক থেকে ছিটকে যান সাইনা। এরপর তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। বেশ কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকার পর সম্প্রতি অনুশীলন শুরু করেছেন তিনি। ২০ আগস্ট থেকে প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টনের বাইরে থাকা সাইনা চিন ওপেনে খেলার জন্য তৈরি হচ্ছেন। তবে তিনি নিজেই কেরিয়ার দীর্ঘায়িত হওয়া নিয়ে আশঙ্কায়।

ওই সাক্ষাৎকারে সাইনা বলেছেন, ‘অনেকেই ভাবছেন আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। আমি আর খেলায় ফিরতে পারব না। আমারও হৃদয়ের গভীরে এই ভাবনা হচ্ছে। দেখা যাক কী হয়। লোকে যদি মনে করে আমি শেষ হয়ে গিয়েছি, তাহলে আমার খুব ভাল লাগবে। এটা ভাল কথা। এর মানে অনেকেই আমার কথা ভাবে। তবে এবার থেকে মনে হয় ওরা আর আমার কথা ভাববে না। আমি আর আগামী পাঁচ-ছয় বছরের পরিকল্পনা করছি না। এক বছরের কথাই ভাবছি।’